স্বাধীনতার পর এই প্রথমবারের মতো কমতে যাচ্ছে জাতীয় বাজেটের আকার। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে প্রস্তাবিত বাজেট দাঁড়াতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকায়। এতে উন্নয়ন খাতেও পড়েছে বড় ধাক্কা—৩৫ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার কোটি টাকা।
স্বাধীনতা-পরবর্তী প্রতিটি বছরেই বাজেটের আকার বাড়লেও, এইবার ভিন্ন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকার চলতি অর্থবছরে বাজেটের আকার বাড়িয়ে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা করলেও বর্তমান সরকার তা কমানোর দিকেই যাচ্ছে।