রাজনৈতিক কারণে আইপিএলের ভেন্যু বদলের অভিযোগ

পাকিস্তানের সঙ্গ সংঘাতপূর্ণ পরিস্থিতির পর নতুন সূচি দেওয়া হয়েছে আইপিএলের। যেখানে ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচেরই ভেন্যু বদলে ফেলা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এবারের আসরের উদ্বোধন ও ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু সেখান থেকে ফাইনাল সরিয়ে নেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই থেকে বৃষ্টির কারণে ইডেনে ফাইনাল হবে না যুক্তি দেখালেও, ভিন্ন কথা বলছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মতে, ‘বৃষ্টি স্রেফ একটা অজুহাত মাত্র, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’ কেবল তাই নয়, আবহাওয়া অফিসের ঘোষণার আগেই নিজ থেকে বিসিসিআই বৃষ্টির পূর্বাভাস কীভাবে জানল এমন প্রশ্নও তুলেছেন তিনি, ‘বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল বলেছে যে বৃষ্টি হতে পারে। সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) জানতে চেয়েছিল যে আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মে মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই।’

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘২৬ মে পরবর্তী সময়ের পূর্বাভাস এখনও দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা জানি না কখন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা আবহাওয়া দপ্তরের লোক হয়ে গেল। আমাদের এখানে আইপিএলের প্লে-অফ আর ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। রাজনৈতিক কারণেই এটা সরিয়ে নিয়ে যাওয়া হলো, কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চনা করা হবে?’ 

এর আগে বিজেপির পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার অবশ্য কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার ভিন্ন যুক্তি দেখান। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই ফাইনাল ইডেন থেকে সরিয়ে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। সেই প্রসঙ্গ টেনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বিজেপির রাজ্য সভাপতি বলছেন, ইডেন থেকে ম্যাচ সরানো হয়েছে আইনশৃঙ্খলার কারণে। কিন্তু বিবৃতিতে আইপিএলের তরফে বলা হয়েছে আবহাওয়ার জন্যই হায়দরাবাদ এবং কলকাতা থেকে ম্যাচ সরানো হয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না। আরেকদিকে ক্রিকেটপ্রেমীদেরও ভিন্ন বুঝ দেওয়া হচ্ছে।’

অন্যদিকে, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ‘ইডেন গার্ডেন্সে ৭টা ম্যাচ হয়েছে। প্রায় প্রতি ম্যাচেই ৬০ হাজার করে দর্শক মাঠে এসে খেলা দেখেছে। কোথাও কোনো সমস্যা হয়নি। সিএবির সঙ্গে অনেকবার আমরা বৈঠক করেছি। একমাত্র রামনবমীর দিন সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা যে সিদ্ধান্ত (সময় পরিবর্তন) নিয়েছিলাম, তাতে কিন্তু ম্যাচ অন্য রাজ্যে হয়নি। শুধু দিন পরিবর্তন হয়েছিল। কলকাতার আইনশৃঙ্খলা বরাবরই ভালো, তাই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলেই মনে হয়।’

আগামী ৩ জুন আইপিএলের অষ্টাদশ আসরের ফাইনাল হবে মোদির রাজ্য গুজরাটে। সেখানে বৃষ্টি না হওয়ার নিশ্চয়তা বিসিসিআই কীভাবে পেল সেই প্রশ্নও তুলেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অনুপ, ‘আইপিএলের গভর্নিং কাউন্সিল যা করেছে, তা গত ৯৩ বছরেও হয়নি। কারণ ইডেনের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত আধুনিক মানের। কোনো সমস্যা ছাড়াই এখানে এবার সাতটি ম্যাচ হয়েছে। গত চার বছরের মধ্যে তিনবারই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হওয়ার পেছনে আবহাওয়া কারণ নয়। জুনের ৩ তারিখ আহমেদাবাদে বৃষ্টি হবে না যে সেই নিশ্চয়তা আবহাওয়া দপ্তর দিতে পারবে?’

প্রসঙ্গত, সংঘাতপরবর্তী সময়ে আইপিএলের লিগপর্বে একটি এবং প্লে-অফের চার ম্যাচের ভেন্যু পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল আয়োজন করবে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ May 24, 2025
img
ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের May 24, 2025
img
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি May 24, 2025
img
কখন কী হয়ে যায়, সবাই আতঙ্কের মধ্যে আছে : আসাদুজ্জামান রিপন May 24, 2025
img
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ May 24, 2025
img
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের May 24, 2025
img
সাবেক ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব : কারা অধিদপ্তর May 24, 2025
img
রাজধানীর যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ May 24, 2025
img
জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা May 24, 2025
img
ব্যক্তি-দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য সমুন্নত রাখার আহ্বান শিবিরের May 24, 2025
img
সংবাদ সম্মেলন ডাকল এনসিপি May 24, 2025
img
দিল্লী থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: এনসিপি নেতা শিশির May 24, 2025
img
পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই: ফয়জুল করীম May 24, 2025
img
পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান May 24, 2025
img
নেতানিয়াহু'র দেশকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান May 24, 2025
img
ফ্লোরাল গাউনে অভিষেকেই কান জয় আলিয়ার! May 24, 2025
img
শনিবার বিএনপি-জামায়াতের সাথে বসবেন প্রধান উপদেষ্টা May 24, 2025
img
ড. ইউনূসের পদত্যাগ নয়, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ : প্রিন্স May 24, 2025
img
সম্পর্কের জটিল বন্ধনে ‘গৃহপ্রবেশ’, কোন কাহিনি উঠে আসবে পর্দায়? May 24, 2025
img
ক্ষুদে বিজ্ঞানীদের মেধা-অধ্যবসায় আমাদের মুগ্ধ করেছে: জোবাইদা রহমান May 24, 2025