বলিউড তারকা থেকে তাঁদের স্ত্রীদের অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম গৌরী খান, শিল্পা শেট্টি কুন্দ্র ও ববি দেওল। এ ছাড়াও দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফের মতো নায়িকাদের নিজস্ব প্রসাধনীর ব্যান্ড রয়েছে। তাঁদের জুতোয় সদ্য পা গলিয়েছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে এমন সব জিনিস বিক্রি করে মীরার সংস্থা। তবে রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তাঁর নিজস্ব কিছু বিশ্বাসের কারণে।
মীরার সাফ কথা, তাঁর ও শাহিদের সংসারে আমিষ খাবারের জায়গা নেই। এমনকী, যে কোনও ধরনের মদ্যপানের বিরোধী তিনি। মাংস তো দূরঅস্ত, ডিম পর্যন্ত ছুঁয়ে দেখেন না। সারা জীবন সে ভাবেই বড় হয়েছেন। তাই তাঁর খানিকটা অসুবিধে হয় এই ধরনের খাদ্যাভ্যাসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘‘আমি এক জন নিরামিষভোজী এবং আমি কী খাই সে বিষয়ে আমি খুব সতর্ক। আমি ডিম খাই না, মদ্যপান করি না এবং আমি সবসময় এ ভাবেই জীবনযাপন করেছি। যখন কেউ আমার কাছে রেস্তরাঁয় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করি। আমি তাদের বলি, এটা আমার নীতির বিরোধী। তবে তাঁদের উদ্যোগের জন্য শুভেচ্ছাবার্তা জানাই।’’ মীরা মনে করেন, সারা পৃথিবীর মানুষ তোমার পাশে নাই দাঁড়াতে পারে। কিন্তু নিজের মতো কণ্ঠ ছেড়ে বলতে হবে সকলের সামনে।
এফপি/টিএ