বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া নারী ইশা ছাবরিয়া দাবি করেছেন, তিনি মোটেও অনুপ্রবেশকারী নন। সালমান খানের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন বলে দাবি তার। তবে মুম্বাই পুলিশ সে দাবিকে গুরুত্ব দিতে নারাজ।
পুলিশি জিজ্ঞাসাবাদে ইশা জানান, তিনি পেশায় একজন মডেল এবং খান এলাকা থেকে এসেছেন। ছয় মাস আগে এক পার্টিতে সালমানের সঙ্গে তার সরাসরি পরিচয় হয়। সেই সময় কথাবার্তা ও যোগাযোগ তৈরি হয় এবং অভিনেতা তাকে নিজেই আমন্ত্রণ জানান বলে দাবি করেন তিনি। সেই আমন্ত্রণেই তিনি গ্যালাক্সিতে হাজির হন।
ঘটনার সময় তিনি দরজায় ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করেন এবং সালমানের পরিবারের এক সদস্যের সঙ্গেও তার দেখা হয় বলেও দাবি করেছেন। যদিও সালমানের পরিবারের কেউ এমন আমন্ত্রণের বিষয় স্বীকার করেননি। সালমান খানের পক্ষ থেকেও কোনও মন্তব্য মেলেনি।
এদিকে একই দিনে আরও একজন ব্যক্তি, জিতেন্দ্র কুমার সিং নামের এক যুবক ছত্তিশগড় থেকে এসে গ্যালাক্সিতে প্রবেশের চেষ্টা করেন। তাকে আটক করে পুলিশ। তিনি নিজেকে সালমানের ভক্ত বলে পরিচয় দেন।
গত বছর থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একাধিক প্রাণনাশের হুমকির পর থেকেই সালমান খানের বাড়ি ও চলাফেরার উপর কঠোর নিরাপত্তা আরোপ করা হয়। এমনকি গ্যালাক্সির বারান্দা পর্যন্ত বুলেটপ্রুফ কাচে ঢেকে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও পরপর দু’দিন এই অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাই পুলিশ ও সালমানের নিরাপত্তা ব্যবস্থায়।
এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, অভিযুক্ত নারীর দাবি কতটা বাস্তবসম্মত।
আরএ/টিএ