বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। গেল বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারে সে সম্ভাবনা নস্যাৎ হয় দলটির। তাদের টপকে ফাইনালে খেলার টিকিট পায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বের এই দুই জায়ান্টের মধ্যকার ফাইনালটি অনুষ্ঠিত হবে ক্রিকেটতীর্থ লর্ডসে।
তবে এই ফাইনালে ভারতের খেলোয়াড়রা না থাকলেও ম্যাচ অফিসিয়ালদের মধ্যে দুজন ভারতীয় রয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো।
ভারতের নিতিন মেনন থাকছেন চতুর্থ আম্পয়ারের দায়িত্বে। ভারতেরই সাবেক তারকা ক্রিকেটার জাভাগল শ্রীনাথ ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
ইংলিশ ইলিংওয়ার্থ আগের দুই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও মাঠের আম্পায়ার হিসেবে কাজ করেছেন। আর গ্যাফানি-ইলিংওয়ার্থ জুটি এর আগেও কয়েকটি আইসিসি ইভেন্টে কাজ করেছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তারা দুজনই মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
এদিকে ভারতীয় আম্পায়ার মেনন এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দায়িত্ব পেলেন। এর আগে দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরোর ঝুলি অভিজ্ঞতায় সমৃদ্ধ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ফাইনালে মাঠে ও ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন তিনি। এই দুই ফাইনালেই হেরেছিল ভারত।
ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথ অনেক অভিজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৮৯ ম্যাচে তিনি এই দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, লর্ডসে ১১ জুন শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ফাইনাল।
টিকে/টিএ