অর্থ উপার্জন তো সবাই করে। কিন্তু সেই অর্থ সঞ্চয় করা ও অর্থের পরিমাণ বাড়াতে বৈষয়িক হতে হয়। অর্থের পরিমাণ বৃদ্ধি করতে কিছু বিষয়ে জ্ঞান থাকাও প্রয়োজন বলে মনে করেন আমির খানের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিমল পরেখ। তাঁর মতে আমির একেবারেই হিসেবি নন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে তাঁর।
এমনকি, এ বিষয়ে পিছিয়ে রয়েছেন রণবীর কাপুরও। বিমল জানিয়েছেন, আমির ও রণবীর দু’জনেই বড় অঙ্কের পারিশ্রমিক পান। বড় অঙ্কের উপার্জন তাঁদের। কিন্তু সেই অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তাঁরা অপটু। কিন্তু এই বিষয়ে নাকি ক্যাটরিনা কাইফের নাকি ক্ষুরধার বুদ্ধি। বিমল বলেছেন, “রণবীর বা আমির টাকাপয়সা নিয়ে কিছু বোঝেন না। এই দিক দিয়ে সবচেয়ে বুদ্ধিমতী হলেন ক্যাটরিনা। এ ব্যাপারে ওঁর আগ্রহও রয়েছে। আমির ও রণবীর খুব উদাসীন।”
আমিরকে অর্থ সঞ্চয় সংক্রান্ত নানা পরামর্শ দেন বিমল পরেখ। কোনও ছবি হলে আমির সরাসরি কোনও পারিশ্রমিক নেন না। কিন্তু ছবির লভ্যাংশ থেকে নির্দিষ্ট পরিমাণ ভাগ তিনি নেন। এই পরামর্শ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিয়েছিলেন। আমির নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “‘লাল সিংহ চড্ডা’ ছবি বক্স অফিসে সফল নয়। তাই এই ছবির জন্য আমি কোনও টাকা নিইনি। ছবি বক্স অফিসে ভাল না চললে আমি টাকা নিই না। তবে এই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। ছবি খারাপ হলে তার দায়িত্ব আমাকেই নিতে হবে।”
কিন্তু ‘দাঙ্গাল’-এর মতো ছবির ক্ষেত্রে বড় অর্থের অঙ্ক উপার্জন করেছেন আমির। ওই ছবি বক্স অফিসে চোখে পড়ার মতো ব্যবসা করেছিল বক্স অফিসে।
আরআর/টিএ