গান-নাচে মোহামেডানের শিরোপা উদযাপন

দুই দশক পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে খুশি মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলারদের বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা, পাশাপাশি সমর্থক ও খেলোয়াড়দের জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ। যদিও স্থানীয় ফুটবলারদের বকেয়া বেতন এখনো মেটানো হয়নি। ক্লাবের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যেই বেতন পরিশোধ করা হবে।

এদিকে ক্লাব প্রাঙ্গণে উৎসবের প্রস্তুতি চলছে চূড়ান্তভাবে। আলোয় সেজেছে মোহামেডান ক্লাব, চ্যাম্পিয়নদের বরণ করতে যেন প্রস্তুত পুরো আয়োজন। ইতোমধ্যেই ট্রফি নিয়ে কুমিল্লা থেকে রওনা দিয়েছে সাদা-কালো শিবির।

টিম বাস ক্লাব আঙ্গিনায় ঢুকতেই উল্লাসে মেতে ওঠেন সাদা- কালো সমর্থকরা। সোনালী ট্রফি হাতে বাস থেকে সবার আগে নামেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। যে ট্রফির জন্য দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি।

মোহামেডান ক্লাবে ততক্ষণে উপস্থিত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কর্মকর্তারা। ফুলের মালা দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ক্লাবটির ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। এরপরই ফুটবলারদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোহামেডান কর্মকর্তারা। এরপরই নেচে গেয়ে শিরোপা উদযাপন করলেন ফুটবলাররা।

তবে এমন দিনেও কিছুটা বিষন্ন দেখা গেছে মোহামেডানের কিছু লোকাল ফুটবলারদের। এখনো পাওনা বকেয়া বুঝে পাননি তারা। তবে ঈদের আগেই তা পরিশোধের আশ্বাস মোহামেডানের ফুটবল কমিটি প্রধানের। সেই সঙ্গে শিরোপা জেতায় থাকছে বোনাসও।

মোহামেডান ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়ে রেখেছি, শেষ খেলার পরে বোনাস দেব। ওদের বেতন বকেয়া আছে, কারও এক মাস, কারও দুই মাস। ১ বা ২ জুন পরিশোধ করব। যারা লোকাল খেলোয়াড় ও কর্মকর্তা আছে, তারা ঈদের আগে পারিশ্রমিক এবং চ্যাম্পিয়নশিপের বোনাস একসঙ্গে নিয়ে ঈদ করতে যাবে।’

এদিকে ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

তিনি বলেন, ‘এই ক্লাবের আসার পর থেকে আমার স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগের শিরোপা জেতা। আজ এই ট্রফি হাতে পেয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে মোহামেডানের সমর্থকদের। তারা অসাধারণ। এই শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

শিরোপা জেতায় দায়িত্ব বেড়েছে মোহামেডানের। আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে সাদা-কালোরা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হামজাদের স্বপ্নভঙ্গ করে প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড May 24, 2025
img
‘রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত’ May 24, 2025
img
মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং, তবুও বড় সংগ্রহ পাঞ্জাবের May 24, 2025
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার May 24, 2025
১৭ ছাপাখানা, ৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারি! May 24, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে ৫ দাবি জানাল এনসিপি May 24, 2025
img
অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ক ফের দলে, থাকবেন কার্যক্রমে May 24, 2025
img
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ১৫ May 24, 2025
img
পুলিশের থেকে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা May 24, 2025
দুই উপদেষ্টা প্রসঙ্গে নাহিদ চরম মিথ্যা বলেছেন: রাশেদ খান May 24, 2025
দেব-শুভশ্রীর প্রেমে ফাটল! আসল কারণ কী? May 24, 2025
'মাই কিং' শাকিব খান, এক রাজাকে ঘিরে দুই রানির রহস্যময় বার্তা!' May 24, 2025
img
‘বাংলাদেশের জন্য মারণফাঁদ ফারাক্কা’ May 24, 2025
img
সহায়তার ঘাটতিতে দুর্ভিক্ষের শঙ্কায় গাজা May 24, 2025
img
আজও কোনো আশ্বাস পাইনি : নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন May 24, 2025
img
যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ May 24, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত May 24, 2025
img
এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে : ইনকিলাব মঞ্চ May 24, 2025
img
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান May 24, 2025
img
কুমিল্লায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা May 24, 2025