অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রফেসর ইউনূসের লিডারশীপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা জানিয়েছেন তার লিডারশীপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে৷
তিনি প্রেস ব্রিফিং এ আরও বলেন, ‘প্রফেসর ইউনূস বিএনপি'র ঐ মিটিংয়েই বলেছেন যে, নির্বাচন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। তিনি বলেছেন, জুন ৩০ কাট অফ টাইম। এর ওপারে তিনি যাবেন না৷ উনি এক কথার মানুষ, যেটা বলেন সেই কথা তিনি রাখেন।’
উল্লেখ্য, শনিবার (২৪ মে) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
আরআর