ভারত চায় না ড. ইউনূস সরকারে থাকুক: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনূস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না।

শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা কমিটির সহসভাপতি জাকির হোসেন পাটওয়ারীর নাম ঘোষণা করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইউনূস সরকার ভারতের গোলামী থেকে আমাদের মুক্ত করার চেষ্টা করছে। এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছেন না। এজন্য ‘র’ আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করতে চাচ্ছে। এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই ‘র’-এর ফাঁদে এদেশের জনগণ পা দেবে না।

তিনি বলেন, সংস্কারের বাইরে ড. ইউনূসের সরকারকে যারা নামাতে চান, তারা এদেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’-এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু।

ফয়জুল করিম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব না, অনধিকার চর্চা তিনি করবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, ভারতের কোনো প্রেসক্রিপসন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নাই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব, আমরা ভারতের স্বার্থে কাজ করব না। ভারত যতটুকু আমাদেরকে স্বার্থ দেবে, আমরাও ততটুক তাদের স্বার্থ দেব।

তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিল, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। তাদের কথায় আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তৎকালীন সময় শেখ হাসিনার আপন ফুফাতো ভাইকে সরকার, সরকারি লোক, প্রশাসন সবাই মিলে অবৈধভাবে নির্বাচিত করিয়েছেন।

মুফতি ফয়জুল করীম বলেন, তখন আমরা মামলা করি নাই, কারণ তখন মামলা করা বৃথা। বিচারালয় সরকারের অধীনস্থ ছিল, সেখানে মামলা করলে আমরা ন্যায্য বিচার পেতাম না। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় বিচারালয় নিরপেক্ষ, এজন্য আমরা মামলা করেছি, আশা করি আদালত আমাদের পক্ষে রায় দেবে। যদি আদালত আমাদের পক্ষে রায় না দেয়, তখন আমরা ও দেশের জনগণ দেখবে, যে আসলে দ্বৈতনীতি চলতেছে। এখানে আসলে আদালত বলতে কিছুই নেই, এখানে যারা চাপ খাটাতে পারে তাদের পক্ষেই রায় আসে। আর যারা চাপ দেয় না তাদের পক্ষে রায় আসে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহসভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
ভুয়া ফলোয়ারেই বছরে ৩০ লাখ ইউরো আয় এমবাপ্পের! May 25, 2025
img
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন আহত May 25, 2025
img
সিন্ধু চুক্তি স্থগিত: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তান May 25, 2025
img
মুকুলের শেষ পোস্ট ঘিরে রহস্য, ভুগছিলেন অবসাদে May 25, 2025
img
ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: সারজিস May 25, 2025
img
ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়হীন মায়ামি May 25, 2025
img
গুম-খুনের মামলায় গ্রেফতার উপজেলা আ. লীগ সভাপতি মুক্তা May 25, 2025
img
স্বপ্নভঙ্গের রাতে আরমেনিয়া, জার্মান কাপ উঁচিয়ে ধরল স্টুটগার্ট May 25, 2025
img
ছেলে-পুত্রবধূ নিয়ে সুপারহিট ‘কাজরা রে’র শুটিং করতে চাননি অমিতাভ May 25, 2025
img
ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে ট্রেবলের দোরগোড়ায় পিএসজি May 25, 2025
img
মায়ের কোলের মতো বিএনপির কাছে বাংলাদেশ গঠন নিরাপদ : শিমুল বিশ্বাস May 25, 2025
img
রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা, ফ্লাইট চলাচল ব্যাহত May 25, 2025
img
সরকার হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না: হাসনাত May 25, 2025
img
'মাস্ককে ‘পেন্টাগনের গোপন ব্রিফিং’ থেকে বাদ দেওয়ার পর বদলে গেলো সবকিছু' May 25, 2025
img
চলতি বর্ষায় চট্টগ্রামে জলবদ্ধতা কমে ৫০-৬০ শতাংশে নেমে আসবে : চসিক মেয়র May 25, 2025
img
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক May 25, 2025
img
আরেকটি এক-এগারোর সৃষ্টি হলে দায় নিতে হবে এনসিপিকে: প্রিন্স May 25, 2025
img
জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামায়াত নেতা আসামি, বাদী বললেন ‘ভুল হয়েছে’ May 25, 2025
img
আজ ২৫ মে : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল May 25, 2025
img
আওয়ামী লীগের অফিসে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড May 25, 2025