মোশাররফ করিম নামেই বোঝা যায় ভিন্নধর্মী অভিনয়ের প্রতিচ্ছবি। বহুদিন ধরেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। নাটক, সিনেমা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম—সব মাধ্যমেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই গুণী অভিনেতা।
অন্যদিকে, রুনা খান একজন জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী। তাঁর অভিনয়জীবনে তিনি অসংখ্য নাটকে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। সময়ের সঙ্গে যেন আরও উজ্জ্বল হয়ে উঠছেন তিনি। ৪১ বছর বয়সেও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ করছেন ভক্তদের। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেও নজর কাড়েন রুনা।
এদিকে, সম্প্রতি মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই। আগামী ৫ জুন আসছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। ওই ট্রেলারের একটি অংশে মোশাররফ-রুনাকে দেখা গেছে। যেটি ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে হতাশ রুনা খানকে বলতে শোনা যায়, তুই কয়ডা বিয়া করছস? বেকায়দার পড়া মোশাররফ করিম উত্তর দেন, চাইরডা। ফের রুনার প্রশ্ন, তাইলে আমি কয় নাম্বার?’ মোশাররফের উত্তর, ছয় নাম্বার। এমন জবাবে দিগ্বিদিক শুন্য হয়ে মোশাররফের দিকে তেড়ে যান অভিনেত্রী।
ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক। অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন। রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।
‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আট জেলায় আট স্ত্রী রয়েছে তার। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।
সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
আরএ/এসএন