ভারতের অন্যতম শীর্ষ ধনী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে এই বিপুল অঙ্কের বিনিয়োগ রিলায়েন্স গ্রুপের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে অংশ নিয়ে মুকেশ আম্বানি বলেন, গত চার দশকে রিলায়েন্স গ্রুপ সেভেন সিস্টার্স অঞ্চলে প্রায় ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই অঙ্গীকার আরও বাড়িয়ে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার কোটি রুপি নতুন করে বিনিয়োগ করা হবে। তিনি আরও বলেন, “উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন এবং শক্তিশালী ভবিষ্যতের জন্য রিলায়েন্স প্রতিশ্রুতিবদ্ধ।”
আম্বানি জানান, বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলেও সেভেন সিস্টার্স অঞ্চলে আপাতত বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে রিলায়েন্স গ্রুপ।
“আমরা ওই অঞ্চলে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকে অগ্রাধিকার দেবো। পুরো অঞ্চল জুড়ে শত শত কারখানা প্রতিষ্ঠা করা হবে। এসব কারখানার জন্য জমির প্রয়োজন হবে এবং জমি ক্রয় সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে রিলায়েন্স গ্রুপ শুরু করেছে। বর্তমানে উত্তরপূর্বাঞ্চল পতিত ভূখণ্ড হিসেবে আছে, শিগগিরই এটি সম্পদশালী ভূখণ্ডে পরিণত হবে।”
প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৭ রাজ্য আসাম, ত্রিপুরা, হিমাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচলকে সমন্বিতভাবে উল্লেখ করা হয় ‘সেভেন সিস্টার্স’ নামে। ভারতের অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোর তুলনায় এই সেভেন সিস্টার্স আর্থিক, অবকাঠামোগত এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে। জনজাতি অধ্যুষিত এ রাজ্যগুলো ভৌগলিক দিক থেকেও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘ পাঁচ-ছয় দশক এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন-সংগ্রাম চলেছে সেভেন সিস্টারর্স অঞ্চলে। তবে ২ হাজার সালের পর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস কয়েক মাস আগে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব বা কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে চীনের সঙ্গে আলাপ করেছিলেন। তবে তার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। সূত্র : ফার্স্ট পোস্ট
আরএ/টিএ