‘স্বৈরাচার সব ছিদ্র বন্ধ করলেও তার পতনের ছিদ্র বন্ধ করতে পারে না। তারা সাড়ে ১৫ বছর অসংখ্য মানুষ হত্যা করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, আয়নাঘরে বন্দি করেছে, সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাজকীয় অট্টালিকা গড়ে তুলেছে, বেগমপাড়া বানিয়েছে।’, বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘এমন একটি সময় ছিল তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না।
মানুষের সাথে পশুর মতো আচরণ করে আজ তারা বিদেশে পালিয়ে গেছেন। দুঃখের বিষয় যাওয়ার আগে তারা তাদের নেতাকর্মীদের কিছু না বলে নিজেদের জান নিয়ে পালিয়ে গেছেন।’
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তিতে কাউকে বসবাস করতে দেয়নি। তারা জুলুমের সীমা অতিক্রম করেছিল।
কিন্তু তা সত্ত্বেও আমরা এই জালিমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদে সোচ্চার ছিলাম।’
তিনি বলেন, “শেখ হাসিনার পিতা বলেছিলেন ‘সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি কার বিরুদ্ধে মামলা করব? আমার ডানে-বামে, সামনে-পিছনে শুধু চোর আর চোর। তিনি আক্ষেপ করে আরো বলেছিলেন যে, পাকিস্তান এত কিছু নিয়ে গেল, চোরগুলো নিল না কেন?”
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জনকল্যাণমূলক বাংলাদেশ চাই।
এখানে কোনো বৈষম্য থাকবে না। মানুষ শান্তিতে দু’বেলা খেতে পারবে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি উৎখাত করবে। দুর্নীতিবাজদের কঠোর হতে দমন করা হবে।’
তিনি জনতার উদ্দেশে বলেন, ‘আমরা গরু-ছাগল চোরদের ঘৃণা করি।
কিন্তু যারা কলমের খোঁচায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, তাদের বেলায় আমরা নীরব থাকি। তা মোটেও কাম্য নয়।’
তিনি আরো বলেন, ‘আমরা পেশা ও ধর্ম দেখে মানুষকে মূল্যায়ন করব না। শত নির্যাতন সত্ত্বেও আমাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে।’
যুবকদের উদ্দেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ পর্যন্ত পৃথিবীতে যত কল্যাণকর কাজ হয়েছে তা যুবকদের হাত ধরেই হয়েছে। আমাদের বিশ্রামের কোনো সময় নেই। দেশের প্রতিটি ঘর-বাড়িকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে। আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের বিশ্রাম হবে জান্নাতুল ফেরদৌসে। যুবকেরা এগিয়ে আসলে আমরা বাংলাদেশকে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।’
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মো. ফখরুল ইসলাম, আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।
আরএ/টিএ