‘কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা থেকেই আহতদের বিষপানের চেষ্টা’

চারজন জুলাই যোদ্ধা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষয়টিকে ‘কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা’ হিসেবেই দেখছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দীর্ঘদিনের অবহেলা, হতাশা ও একাকিত্বের চাপে পড়ে এই যোদ্ধারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ফাউন্ডেশন।

রোববার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ফাউন্ডেশন এসব তথ্য জানায়।

বিবৃতিতে ফাউন্ডেশনটির সিইও লে. কর্নেল (অব.) কামাল আকবার জানান, আত্মহত্যার চেষ্টা করা যোদ্ধাদের মধ্যে একজন কিছুদিন আগেই বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। যোদ্ধাদের এমন সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত দুর্বলতা নয়—বরং এটি একটি সামাজিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।

এর আগে, ওই দিনই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় বসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সভায় যোদ্ধাদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিয়ে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এর মধ্যেই সংবাদ আসে জুলাই যোদ্ধাদের মধ্যে চারজন বিষপান করেছেন।

ফাউন্ডেশন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হাসপাতালের সহায়তায় আক্রান্তদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি ফাউন্ডেশনের সিইও নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে আহতদের সেবার তত্ত্বাবধান করেন এবং অন্যান্য যোদ্ধাদের আশ্বস্ত করেন।

লে. কর্নেল (অব.) কামাল আকবার বলেন, ‘জুলাই যোদ্ধারা আমাদের অহংকার। তারা যেন নিজেদের একাকী না ভাবেন, সেটি নিশ্চিত করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এটা কেবল দুর্ঘটনা নয়, বরং আমাদের দায়বদ্ধতা কতটুকু পূরণ হয়েছে—সে প্রশ্নও সামনে এনেছে। তাই এখন প্রয়োজন আরও মানবিক দৃষ্টিভঙ্গি, যত্ন এবং কার্যকর পদক্ষেপ।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে, যোদ্ধাদের জন্য মনোসামাজিক সহায়তা চালু করার পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি হাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত আর কেউ নিতে বাধ্য না হন।

সংস্থাটি বলছে, ‘এই সাহসী যোদ্ধাদের জীবনের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিতে রাষ্ট্র ও সমাজের একযোগে দায়িত্ব পালন করতে হবে। যেন তারা কখনোই আর নিঃসঙ্গতায় না হারিয়ে যান।’

এসএম

Share this news on:

সর্বশেষ

img
সরকারের কথাবার্তা-চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে : রিজভী May 26, 2025
img
২৮ মে থেকে চীনে যাচ্ছে বাংলাদেশের আম May 26, 2025
img
আজ ২৬ মে : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল May 26, 2025
img
দুদকের সাবেক সচিবসহ ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ May 26, 2025
img
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ May 26, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে মাল্টা, ঘোষণা প্রধানমন্ত্রীর May 26, 2025
img
দুপুরের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস May 26, 2025
img
হত্যা চেষ্টা মামলায় পটিয়ার যুবলীগ নেতা গ্রেফতার May 26, 2025
img
ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া May 26, 2025
ঈদে আসছে ‘তাণ্ডব’, চমক হিসেবে থাকছেন সিয়াম May 26, 2025
সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির May 26, 2025
ইউরোপ ভিসা বন্ধে ভারতের ১৩৬ কোটি টাকার ক্ষতি May 26, 2025
ইয়েমেনে হুথিদের কাছে হার মানলো যুক্তরাষ্ট্র May 26, 2025
img
মানবপাচারের অভিযোগে বিএনপি নেতা আবদুল গ্রেফতার May 26, 2025
img
সৌদি আরবে হজে গিয়ে প্রাণ গেল ১০ বাংলাদেশির May 26, 2025
img
গাজায় প্রাণ গেল আরও ১৯ জনের May 26, 2025
img
হজযাত্রীদের সুবিধার্থে রাবারের নমনীয় সড়ক বানাচ্ছে সৌদি May 26, 2025
img
শাকিবের নায়িকা হতে চান অভিনেত্রী ফারিণ May 26, 2025
img
চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর, হাসপাতালে ভর্তি May 26, 2025
img
সরকারি বাসভবন থেকে সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার May 26, 2025