র্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রোববার র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সনদ বড়ুয়া বলেন, কয়েকজন গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক দুবাইপ্রবাসী আবু হানিফের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যান।
ভুক্তভোগী আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা করেন। এই ঘটনা র্যাব-৩-এর নজরে এলে তাদের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে পলাতক আসামি মো. আল-আমিনকে গ্রেফতার করা হয়।
এসএম