‘সংস্কার বাস্তবায়নের পক্ষে কোনো দল তো বিরোধিতা করেনি। অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই।’ বলে মন্তব্য করেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি আরও বলেন, বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারোর নেই। নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে।
গতকাল রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যত পেছাবে, তত ষড়যন্ত্র হবে। কোনো কোনো দল ও ব্যক্তি নির্বাচন দেরিতে চাচ্ছেন। তারা মনে করছেন, দেরিতে নির্বাচন হলে দল গোছাতে পারবেন।
প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তিনি বলেন, কোনো দল তার পদত্যাগের কথা বলেনি। বিএনপিসহ আমরা অনেক দল বলছি যে, বর্তমান পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বর থেকে জুন—এটা নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ। কোন মাসে নির্বাচন হবে, সেই বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা আসা উচিত।