সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলায় ৩ আসামি, ৬ নারী ছিনতাইকারী এবং ৫ জন পকেটমারসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
গ্রেফতারকৃত নারী ছিনতাইকারীরা হলো- আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা আক্তার (২৫), নাছিমা আক্তার তাছলিমা (২৫), জহরা খাতুন (৩৬), আলেক চান (২৫)। এরা সবাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
তারা বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দরা এলাকায় থেকে যাত্রীদের কাছ থেকে কৌশলে ছিনতাইয়ের কাজ করে। এর আগেও তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
ছাত্র হত্যা মামলার আসামিরা হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপারা এলাকার মো. আসলাম মাতবর (৩৮), পৌরসভার আড়াপাড়া মহল্লার নাসির উদ্দিন (৩৮) এবং ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার মো. শাহীন হাসান ওরফে তুহিন (৩১)।
চোরাইকৃত গাড়ির বিভিন্ন কাটা যন্ত্রাংশসহ গ্রেফতারকৃত রাজীব আলী বিশ্বাস, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার খালপাড়া এলাকার মুকুল আলী বিশ্বাসের ছেলে।
ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত ধারাল একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতারকৃত পেশাদার ছিনতাইকারী মো. কাউসার আহমেদ (১৮) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার দক্ষিণ চেচিরী গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
১২ মোবাইলসহ গ্রেফতারকৃতরা হলেন- জিয়াবুল হক (২২), তারেক (২০), মো. আরফান (২৪), নুরুল হক নুর (২৯), সালাউদ্দিন (৩০)। তারা সবাই কক্সবাজার জেলার চকরিয়া থানার মধ্যম কোনাকালী গ্রামের বাসিন্দা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মলম পার্টি, ছিনতাইকারীসহ অন্যান্য কোনো গ্রুপ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি।
তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের মামলায় ছয়জন নারীকে গ্রেফতার করা হয় এবং বাসে অভিযান পরিচালনা করে পাঁচজন পকেটমারকে আটক করে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর ঘটনায় অটোরিকশা চোর চক্রের এক জনকে গ্রেফতারের পাশাপাশি অটোরিকশা উদ্ধার করা হয়েছে এবং চোরাই গাড়িসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এসএম