দীর্ঘ বিরতির পর তামিল রূপালী পর্দায় আবার দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। প্রায় ২৪ বছর পর তিনি ফিরছেন তামিল সিনেমায়, আর এই প্রত্যাবর্তন হচ্ছে সমাজ সচেতন ও আবেগঘন এক কোর্টরুম ড্রামার মাধ্যমে। নাম ‘লইয়ার’। সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন তামিল অভিনেতা ও সুরকার বিজয় অ্যান্টনি। পরিচালনায় রয়েছেন ‘জেন্টলউওম্যান’ খ্যাত জোশুয়া শেথুরামন।
‘লইয়ার’ সিনেমাটি একজন প্রথম-প্রজন্মের আইনজীবীর সংগ্রামের গল্প, যিনি মধ্যবিত্ত পটভূমি থেকে উঠে এসে দেশের দুর্বল বিচারব্যবস্থার ভেতরে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান। শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও তাকে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই বাস্তবঘন ও মানবিক গল্পের মধ্য দিয়েই দর্শক প্রত্যক্ষ করবেন এক সাধারণ মানুষের অসাধারণ সাহসের উপাখ্যান।
রাভিনা ট্যান্ডনের জন্য এটি তার তৃতীয় তামিল সিনেমা। এর আগে তাকে দেখা গিয়েছিল ‘সাধু’ (১৯৯৪) ও ‘আলাভান্দান’ (২০০১) ছবিতে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যা সংবেদনশীল, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এবং সিনেমাটির মূল বার্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। জানা গেছে, রাভিনার চরিত্রটি একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান নারী, যিনি কাহিনির মোড় ঘোরাতে মুখ্য ভূমিকা পালন করবেন।
অন্যদিকে, বিজয় অ্যান্টনি টুইট করে জানিয়েছেন, “এই শক্তিশালী যাত্রায় রাভিনা ট্যান্ডনের মতো প্রতিভাধর অভিনেত্রীকে পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”
‘লইয়ার’ মূলত তামিল ভাষায় নির্মিত হলেও, এটি একইসঙ্গে হিন্দি, তেলেগু ও কন্নড় ভাষায়ও মুক্তি পাবে। সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের জুন মাসে। এখনো সহ-অভিনেতাদের পূর্ণ তালিকা প্রকাশ হয়নি, তবে নির্মাতাদের ভাষ্য, কোর্টরুম দৃশ্য ও রাভিনার চরিত্র নিয়ে বিশদ তথ্য শিগগিরই প্রকাশ পাবে।
এসএম