সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—হাইকোর্ট জানিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো আইনি বাধা নেই। যদিও অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে প্রচার করছেন, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এটি আসলে ২০২৪ সালের পুরোনো ঘটনার পুনঃপ্রচার।
২০২৪ সালের ১৭ আগস্ট মানবাধিকার সংগঠন ‘সারডা সোসাইটি’ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে। তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। এ প্রেক্ষিতেই ১ সেপ্টেম্বর ২০২৪ সালে এটিএন নিউজ তাদের ইউটিউব চ্যানেলে ‘রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে।
সামাজিক মাধ্যমে যেটি ‘ব্রেকিং নিউজ’ হিসেবে পুনরায় ছড়ানো হচ্ছে, সেটির সঙ্গে উক্ত প্রতিবেদনের ৩ মিনিট ১ সেকেন্ডের পরের অংশের হুবহু মিল পাওয়া গেছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি পুরনো এবং বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এভাবে পুরনো তথ্যকে নতুন বলে প্রচার করা হচ্ছে যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
প্রসঙ্গত, বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলো ১৯ আগস্ট ২০২৪ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে বিস্তারিত তুলে ধরা হয়েছিল।
আরএ