প্রেম জমে ক্ষীর। আর প্রেম এতোটাই বেশি যে প্রেমিক টিমোথিকে পর্দায় অন্য নারীর সঙ্গে রোমান্স করতে নিষেধ করেছেন কাইলি।
ইউএস সানের প্রতিবেদন অনুসারে, কাইলি জেনার তার প্রেমিক চালামেকে অন্য কারো সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে নিষেধ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, টিমোথি শ্যালামে একজন পেশাদার শিল্পী হিসেবে সব ধরণের চরিত্র অন্বেষণ করতে চান, এবং চিত্রনাট্যের প্রয়োজনে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে আপত্তি নেই তার।
তবে কাইলি জেনার এই বিষয়গুলোকে পছন্দ করেন না এবং ভবিষ্যতে শ্যালামে যেন এমন দৃশ্য না করেন, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন।
একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ওদের সম্পর্ক শুরু হওয়ার পর থেকে এটা তাদের মধ্যে সবচেয়ে বড় টানাপোড়েনের কারণ। এই বিষয়টির পেছনের কারণ হিসেবে ধরা হচ্ছে অভিনেত্রী গুইনেথ প্যালট্রোর একটি মন্তব্যকে, যা কাইলিকে ক্ষুব্ধ করে তোলে। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘এখন ইন্টিমেসি কো-অর্ডিনেটর বলে একটা জিনিস আছে, যা আমি আগে জানতামই না। আমাদের সময়ে তো সোজা কাপড় খুলে, বিছানায় শুয়ে ক্যামেরা চালু হয়ে যেত!’
ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি টিমোথির নাম উল্লেখ করে আরও বলেন, “অনেক রকম দৃশ্য থাকে —অনেক কিছু। ও (শ্যালামে) এমন একজন অভিনেতা যাকে ‘থিংকিং ম্যানস সেক্স সিম্বল’ বলা যায়। খুবই ভদ্র, শালীনভাবে বড় হওয়া একজন মানুষ। খুব সিরিয়াসলি কাজ নেয় এবং চমৎকার সহ-অভিনেতা।”
প্যালট্রোর এই মন্তব্যের পর থেকেই কাইলি নিজের প্রেমিককে নিয়ে বেশি ভাবছেন বলেও জানায় সেই সূত্র।
এমনকী পর্দায় তার ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাপারে সরাসরি নিষেধাজ্ঞাও দিয়েছে কাইলি, এমনটাই জানা যায় সেই সূত্র মারফত।
গত দুই বছর ধরেই প্রকাশ্যে ডেটিং করছেন টিমোথি-কাইলি জুটি। দুজনকে একসঙ্গে পার্টি ও রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই তারকার ভক্ত-অনুরাগীরা তাদের কথিত সম্পর্ক নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি ইতালির একটি পুরস্কার অনুষ্ঠানে ‘ডুন’ অভিনেতা টিমোথি শ্যালামে যখন সম্মানসূচক পুরস্কার গ্রহণ করেন তখন কাইলি জেনারও তার সঙ্গে লালগালিচায় হেঁটেছেন। বোঝাই যাচ্ছে, দুজনে বেশ গভীর সম্পর্কেই ডুব দিয়েছেন।
আরআর/টিএ