৪ জুন শুরু হজের আনুষ্ঠানিকতা

সৌদি আরবে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। চাঁদ দেখার পর ৪ জুন ২০২৫ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (২৭ মে) দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন।

এর আগে সোমবার (২৬ মে) সৌদি হজ মন্ত্রী তাওফিক আল-রাবিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক মিলিয়নেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। প্রতিবছর হিজরি চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়।

চলতি বছর আরাফা দিবস (৯ জিলহজ) — ৫ জুন পালন করা হবে। আরাফা দিবস হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন লাখো হাজি আরাফার ময়দানে একত্রিত হন এবং জাবালুর রাহমাহ (রহমতের পাহাড়) নামে পরিচিত পাহাড়ের পাদদেশে অবস্থান করেন। এখানেই হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজে শেষ খুতবা প্রদান করেন। এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা রোজা রাখেন।

 ৫ জুন আরাফা দিবস পালনের পরের দিন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন। হজযাত্রীরা এ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি, জামারাতে কংকর নিক্ষেপ এবং হজের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পালন করবেন।

বেশিরভাগ হজযাত্রী হজ পালনের পাশাপাশি মদিনা শহর সফর করেন। মদিনায় ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরীফ অবস্থিত। যদিও হাজিদের জন্য মদিনায় সফর এবং রাসুল (সা.) এর রওজা জিয়ারত হজের আনুষ্ঠানিকতার অংশ নয়। তবে তারা আল্লাহর নৈকট্য ও রাসুল (সা.) এর প্রতি ভালোবাসা নিবেদনের নিদর্শন হিসেবে মদিনায় সফর করেন।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ১৮ লাখ মানুষ হজে অংশগ্রহণ করেন। সে বছর সৌদি আরবে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং প্রচণ্ড গরমে ১,৩০০ জনের বেশি হজযাত্রী মারা যান। বিষয়টি সৌদি আরবে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা ও হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

একটি দল নির্বাচন কমিশনের উপর দখলদারিত্ব করছে: তাসনিম জারা May 29, 2025
আমের পর এবার চামড়া আমদানিতে আগ্রহ চীনের May 29, 2025
img
সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া:মীর হেলাল May 29, 2025
img
বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ May 29, 2025
আবারও সামনে এলেন খালেদা জিয়া, দিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা May 29, 2025
img
নেত্রকোনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২ May 29, 2025
img
ছাত্রলীগ কায়দায় ছাত্রশিবির আমাদের উপর হামলা করেছে: গণতান্ত্রিক ছাত্র জোট May 29, 2025
img
চাঁদপুরে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড May 29, 2025
img
হজ পালনে করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী May 29, 2025
এভার কেয়ার হাসপাতাল, চিকিৎসা শেষে বিল দেখে চক্ষু চড়কগাছ! May 29, 2025
img
ভারতের রাফাল ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক তথ্য চাইল ফ্রান্সের সেনাবাহিনী May 29, 2025
img
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার May 29, 2025
img
ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে May 29, 2025
img
তাদের একসঙ্গে বসা উচিত, পরেশকে ভক্তরা মিস করবেন:'হেরা ফেরি-৩' নিয়ে জনি লিভার May 29, 2025
নারী ক্রিকেটকে বদলে দিতে চান ভাইরাল তন্নী May 29, 2025
৭১ বছরের বই বিক্রেতার স্বপ্ন লেখক পিনাকীর সঙ্গে একবার দেখা করা May 29, 2025
এনসিপির কারণ দর্শানো নোটিশের মুখে স্বীকারোক্তি হান্নান মাসউদের May 29, 2025
সঞ্চয়পত্র যে জমা দেয় সে অর্থ পায় May 29, 2025
প্রতারণার নতুন ঠিকানা: এভার কেয়ার হাসপাতাল! May 29, 2025
জিয়াউর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য বেগম জিয়ার May 29, 2025