বিয়ের পরে তারকাজুটি আদনান আল রাজীব-মেহজাবীন চৌধুরীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘুরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান যে, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এবার আদনান আল রাজীব এক পোস্ট দিয়ে মেহজাবীনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে ।
শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। নেটিজেনদের একজন লিখছেন, ‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেকজনের ভাষ্য, ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।
আরএম/এসএন