ওজন বেড়েছে বিপাশার, কারান কি ফিরছেন প্রাক্তন স্ত্রী জেনিফারের কাছে?
মোজো ডেস্ক 02:54PM, May 28, 2025
দিন কয়েক আগেই বিপাশা বসুর ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানেই স্থূলকায়া বিপাশাকে দেখা যায়। আর তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়ে যায় আলোচনা। তাঁকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। এ ছবির পাশেই ভেসে ওঠে ২০০৩ সালে ‘জিসম্’-এর ছবি। বিপাশা আলোড়ন ফেলেছিলেন এই ছবিতে। দীর্ঘাঙ্গী কৃষ্ণা সুন্দরী তাঁর সৌন্দর্যে ও লাস্যে কুপোকাত করেছিলেন অনুরাগীদের।
এরই মধ্যে নতুন করে কানাঘুষো শুরু হয়েছে, অভিনেত্রীর স্বামী কারান সিং গ্রোভার নাকি ফিরছেন তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেটের কাছে!
প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন কারান। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকের শুটিংয়ের দৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় কারানের। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু অল্প দিনের মধ্যে কারান এবং জেনিফারের সম্পর্কে চিড় ধরে। এক সময় জেনিফার জানতে পারেন যে, কারান সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকা নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই সময় প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন কারান। পরে জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় কারান। ঘরে আসেন বিপাশা। সেটা ২০১৬ সালের কথা। ২০২২ সালে দম্পতির কোলে আসে দেবী, তাঁদের প্রথম কন্যাসন্তান।
এ বার ১১ বছর পর ফের প্রাক্তনের সঙ্গে জুটি বাঁধছেন জেনিফার! শোনা যাচ্ছে ‘দ্য ট্রেটর’ নামক একটি রিয়্যালিটি অনুষ্ঠানে দেখা যাবে জেনিফার ও কর্ণকে। ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন বিপাশার স্বামী। তবে শুধু জেনিফার ও কর্ণ নন, এই রিয়্যালিটি অনুষ্ঠানে থাকবেন রাজ কুন্দ্র, উর্ফী জাভেদ, জ্যাসমিন ভাসিন, কারান কুন্দ্র-সহ অন্য টেলি তারকারা।