ছোটবেলায় যিনি ‘উমা’ নামে পরিচিত ছিলেন, সেই সারা সেনগুপ্ত এখন আর ছোট্ট মেয়ে নন। টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা ইতোমধ্যেই গড়েছেন নিজের পরিচয়—একজন সুপার মডেল হিসেবে।
স্কুলের গণ্ডি পেরিয়েই সরাসরি পা রেখেছেন গ্ল্যামার দুনিয়ায়, তবে অভিনয়ে নয়, বরাবরই র্যাম্পের টানে মডেলিংকেই বেছে নিয়েছেন সারা। ছিপছিপে গড়ন, তীক্ষ্ণ মুখাবয়ব—সব মিলিয়ে তার উপস্থিতিতেই মুগ্ধ অনেকেই। আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন ইতোমধ্যে যুক্ত হয়েছে তার ঝুলিতে। ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, কতটা পেশাদার হয়ে উঠেছেন তিনি অল্প সময়েই।
অভিনয়শিল্পী পরিবারে জন্ম হলেও সারা নিজের লড়াইটা লড়ছেন আলাদাভাবে। বর্তমানে মুম্বইয়ে কাটছে তার কর্মজীবনের ব্যস্ত সময়। মডেলিং ক্যারিয়ারে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম স্টোরিতে রান্না করছেন হাসিমুখে, সঙ্গে ভিডিও কলে মা নীলাঞ্জনা। সেই দৃশ্য শেয়ার করে মা লেখেন, “এভাবেই সবাই বড় হয়ে যায়।”
তবে এই খুশির আড়ালেও আছে কিছু পারিবারিক টানাপোড়েন। যিশু-নীলাঞ্জনার দাম্পত্য জীবন ঘিরে চলেছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, তারা আলাদা থাকছেন এবং আইনি পদক্ষেপও নাকি নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউই। সম্প্রতি তারা একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করেছেন, যা আরও বাড়িয়েছে আলোচনার মাত্রা।
এমন সময়েও দুই কন্যাকে ঘিরে রয়েছে মা নীলাঞ্জনার সংসার। ছোট মেয়ে জারা এখনো স্কুলে পড়ছে। মা ব্যস্ত প্রযোজক হিসেবে পেশাগত কাজে, আর সারা এগিয়ে চলেছেন নিজের স্বপ্নপথে—মুম্বইয়ের প্রতিযোগিতামূলক ফ্যাশন দুনিয়ায় গড়ে তুলছেন নিজস্ব পরিচয়।
এসএম/টিএ