চট্টগ্রামে ফের কেএনএফ-এর ইউনিফর্ম জব্দ, মে মাসে উদ্ধার ৪৭ হাজার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন একটি গার্মেন্টস কারখানায় ফের বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ, যা পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এটি চলতি মে মাসে এ ধরনের তৃতীয় অভিযান, যেখানে মোট ইউনিফর্ম জব্দের সংখ্যা ছাড়িয়ে গেল ৪৭ হাজার।

মঙ্গলবার (২৭ মে) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। পুলিশের এক সূত্র জানিয়েছে, এসব পোশাক কেএনএফ-এর সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

সূত্র আরও জানায়, উদ্ধার করা ইউনিফর্মগুলো সামরিক ধাঁচের এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাপা ও সেলাই করা হয়, যাতে গোপনে পাহাড়ে পাচার করা যায়। তবে এ বিষয়ে এখনো কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি। একজন নগর পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির বাদী হবেন বায়েজিদ বোস্তামী থানার একজন উপপরিদর্শক।

এর আগেও একই গার্মেন্টস এলাকা থেকে দুই দফায় বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ করা হয়। গত ১৭ মে রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে। তদন্তে উঠে আসে, এসব পোশাক দুই কোটি টাকার বিনিময়ে কেএনএফ-এর জন্য সরবরাহ করার পরিকল্পনা ছিল।

ওই ঘটনায় গার্মেন্টস মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তাঁরা রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা মংহলাসিন মারমার কাছ থেকে এ ফরমাশ এনেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ জানায়, মে মাসেই পোশাকগুলো সরবরাহ করার কথা ছিল।

১৮ মে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

তৃতীয় দফা অভিযানেও একই ধাঁচের পোশাক

এরপর ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এগুলোর ডিজাইন ও মান প্রথম দুই দফার মতোই বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা।

অবৈধ ইউনিফর্ম তৈরির ঘটনায় উদ্বেগ

টানা তিন দফা অভিযানে একই উদ্দেশ্যে তৈরি বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গার্মেন্টস খাত ব্যবহৃত হয়ে যদি এই ধরনের সশস্ত্র সংগঠনের সহায়তা করা হয়, তা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

একই এলাকার গার্মেন্টস থেকে টানা তিন দফায় বিপুল ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়ি অঞ্চলে চলমান সশস্ত্র তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের অগ্রগতি ও অপরাধ চক্রের মূলহোতারা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও সতর্ক এবং সক্রিয়।

এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া কীভাবে এগোয়, তা এখন দেশের নিরাপত্তা বিশ্লেষকসহ সাধারণ মানুষের নজরে রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

ইরানে হামলার প্রস্তুতি, নেতানিয়াহুকে শাসালেন ট্রাম্প May 30, 2025
img
সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের যেতে নিরুৎসাহিত করছে ঢাবি প্রশাসন May 29, 2025
আইসিসির নিষেধাজ্ঞা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল! May 29, 2025
একটি দল নির্বাচন কমিশনের উপর দখলদারিত্ব করছে: তাসনিম জারা May 29, 2025
আমের পর এবার চামড়া আমদানিতে আগ্রহ চীনের May 29, 2025
img
সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া:মীর হেলাল May 29, 2025
img
বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ May 29, 2025
আবারও সামনে এলেন খালেদা জিয়া, দিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা May 29, 2025
img
নেত্রকোনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২ May 29, 2025
img
ছাত্রলীগ কায়দায় ছাত্রশিবির আমাদের উপর হামলা করেছে: গণতান্ত্রিক ছাত্র জোট May 29, 2025
img
চাঁদপুরে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড May 29, 2025
img
হজ পালনে করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী May 29, 2025
এভার কেয়ার হাসপাতাল, চিকিৎসা শেষে বিল দেখে চক্ষু চড়কগাছ! May 29, 2025
img
ভারতের রাফাল ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক তথ্য চাইল ফ্রান্সের সেনাবাহিনী May 29, 2025
img
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার May 29, 2025
img
ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে May 29, 2025
img
তাদের একসঙ্গে বসা উচিত, পরেশকে ভক্তরা মিস করবেন:'হেরা ফেরি-৩' নিয়ে জনি লিভার May 29, 2025
নারী ক্রিকেটকে বদলে দিতে চান ভাইরাল তন্নী May 29, 2025
৭১ বছরের বই বিক্রেতার স্বপ্ন লেখক পিনাকীর সঙ্গে একবার দেখা করা May 29, 2025
এনসিপির কারণ দর্শানো নোটিশের মুখে স্বীকারোক্তি হান্নান মাসউদের May 29, 2025