আষাঢ়ের শুরুতেই টানা ৬ দিন বৃষ্টির দেখা মেলেছে রাজশাহীতে

আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন থেকে টানা ছয় দিনই রাজশাহীতে বৃষ্টির দেখা মেলেছে। এ ছয় দিনে বৃষ্টিপাত হয়েছে ১১৫ দশমিক ১ মিলিমিটার।

আষাঢ়ের শুরুতে এমন বৃষ্টিপাত ইতিবাচক হিসেবে দেখছে আবহাওয়া অফিস। তারা বলছেন, এমন আবহাওয়ায় কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আষাঢ়ের শুরুতে এমন আবহাওয়া ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। এই মাসের আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আষাঢ় মাসের প্রথম দিন বৃষ্টিপাত হয়েছিল ২৫ মিলিমিটার, তারপরের দিন সোমবার বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার, মঙ্গলবার (১৭ জুন) বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার, গেল বুধবার (১৮ জুন) বৃষ্টিপাত হয়েছে ৫১ দশমিক ২ মিলিমিটার, বৃহস্পতিবার (১৯ জুন) বৃষ্টিপাত হয়েছে ৮ দশমিক ৯ মিলিমিটার। সবশেষ শুক্রবার (২০ জুন) রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গেল ১৫ জুন থেকে বৃষ্টিপাত শুরু হয়। রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছিল। সেদিন থেকে একটানা রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু ১৮ জুন ভারী বৃষ্টিপাত ছাড়া বাকি পাঁচদিন মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টিপাতের শ্রেণি নিয়ে আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে হালকা বলা হয়। একই সময়ে ১১ থেকে ২২ মিলিমিটার বৃৃষ্টিপাতকে মাঝারী, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারী ধরণের ভারি, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বর্ষণ বলা হয়।

জানা গেছে, রাজশাহীতে গেল ছয় দিন থেকে বৃষ্টি ভেজা দিন এবং মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। ফলে সবসময় আকাশে মেঘ থাকলেও কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এমন আবহাওয়ায় তেমন দেখা মেলেনি সূর্যের। এতে করে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে ছয় দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও দিনভর বৃষ্টিপাতে একধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবিকার তাগিদে ঘর ছাড়া মানুষগুলোকে বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া সহকারী তারিক আজিজ বলেন, রাজশাহীতে জুন মাসের প্রথম তিন দিন বৃষ্টিপাত হয়েছে। এরপরে টানা ১২ দিন বৃষ্টিপাত হয়নি। ১৫ জুন থেকে বাংলা আষাঢ় মাস শুরু হয়েছে। সেদিন থেকে বৃষ্টিপাত হয়েছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত। এমনভাবে চলেছে আষাঢ়ের প্রথম সপ্তাহ।

তিনি বলেন, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে। আষাঢ় মাসে সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাত ও এমন আবহাওয়া টানা ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। এটা আমাদের জন্য ভালো। বৃষ্টিপাত হয়েছে, তবে পরিমাণে খুব কম। আমরা কিন্তু আষাঢ়ের সেই পরিমাণ বৃষ্টিপাত পাচ্ছি না। পৃথিবীব্যাপী আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তবে বৃষ্টিপাত বন্ধ হলে আবারও গরম অনুভূত হবে।

অপরদিকে, গেল ছয় দিনের টানা বৃষ্টিতে আমসহ অন্য ফসলের ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস। এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, বৃষ্টিপাত হচ্ছে, তবে পরিমাণে কম। যে বৃষ্টিপাত হচ্ছে তাদের কোন ফসলের ক্ষতি হবে না। তবে উপকার হবে যে সব চাষিরা ধানের বীজতলা ফেলছে তাদের। কারণ বীজতলা ফেলতে যে পরিমাণের পানির প্রয়োজন হয়, সেটি লাগবে না। এছাড়া বৃষ্টিতে উপকার হলো পাটের। আমের ক্ষতি হবে না।

 কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদনে নতুন নিয়ম চালু Sep 14, 2025
img
বাগেরহাটে টানা সোম-মঙ্গল-বুধবার হরতাল Sep 14, 2025
শিবির প্যানেল থেকে যেভাবে ডাকসুর নেত্রী হলেন জুমা! Sep 14, 2025
img
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির Sep 14, 2025
img
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চান শিক্ষক, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট Sep 14, 2025
img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় লাটভিয়া Sep 14, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছে সরকার : অ্যাটর্নি জেনারেল Sep 14, 2025
img
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে Sep 14, 2025
img
আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি Sep 14, 2025
img
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার Sep 14, 2025
img
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান Sep 14, 2025
img
ভারতের টপ অর্ডার দ্রুত আউট করাই জয়ের চাবিকাঠি: মালিক Sep 14, 2025
img
বাজে হারে হতাশ হলেও সুপার ফোরের আশা রাখছেন নান্নু Sep 14, 2025
img
ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ২৮ সেপ্টেম্বর Sep 14, 2025
img

সাগর-রুনি হত্যা

১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন Sep 14, 2025
img
শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা Sep 14, 2025
img
বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি Sep 14, 2025
img
৩৩ বছর পর নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়াতে চান ভিপি-জিএস Sep 14, 2025
img
সাংবাদিক পরিচয়ে থাকা মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Sep 14, 2025
img
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক Sep 14, 2025