বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। তাই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাও আছে। এ অবস্থায় যুদ্ধপরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ করছেন বাজার সংশ্লিষ্টরা। এর প্রভাব হিসেবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত না হওয়া এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকার সম্ভাবনায় দাম এখনো কয়েক সপ্তাহের নিম্নমুখী পর্যায়ে রয়েছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৭ ডলার ৬০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছায় ৬৪ ডলার ৮০ সেন্টে। আগের দিন মঙ্গলবার ব্রেন্টের দাম ১০ জুনের পর সর্বনিম্ন ও ডব্লিউটিআইয়ের দাম ৫ জুনের পর সর্বনিম্ন স্তরে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় পাঁচ মাসে সর্বোচ্চে ।

১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়। এতে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। বাজারে তাৎক্ষণিক সরবরাহ ঝুঁকি কমে গেলেও বিনিয়োগকারীরা এখনো পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের বিশ্লেষকরা বলেছেন, ‘ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতি ফিরছে। আমাদের ধারণা, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ যথেষ্ট রয়েছে।’

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে আবারো উত্তেজনা বাড়তে পারে, বিশেষত হরমুজ প্রণালি ঘিরে। কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল এ পথেই পরিবাহিত হয়। যদিও এখন পর্যন্ত ইরান প্রণালিটি বন্ধ করেনি, যা কিছুটা স্বস্তির বিষয়।

এদিকে ট্রাম্প বলেন, ‘‌যুদ্ধবিরতির পর ইরান থেকে জ্বালানি তেল কিনতে পারবে চীন।’ তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, এমন কিছু বোঝাচ্ছে না। এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ করেনি বলেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

চলতি বছরে চীনের মোট জ্বালানি তেল আমদানির প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ এসেছে ইরান থেকে। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে এসেছে মাত্র ২ শতাংশ। চীনে যুক্তরাষ্ট্র তেকে জ্বালানি তেল আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চীন এখন ইরান থেকে জ্বালানি তেল কিনতে পারবে। আশা করি, তারা যুক্তরাষ্ট্র থেকেও পর্যাপ্ত জ্বালানি তেল কিনবে।’ এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল মজুদের পরিসংখ্যানের দিকেও নজর রাখছেন বাজার সংশ্লিষ্টরা।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যানুযায়ী, ২০ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ ৪২ লাখ ব্যারেল কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় কোনো অস্থিরতা না হলে জ্বালানি তেলের সরবরাহ ও চাহিদা প্রায় সমান থাকবে। তাই বাজারে জ্বালানি পণ্যটির মূল্যহ্রাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: ধর্ম উপদেষ্টা Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময় বাড়লো একদিন Aug 18, 2025
img
জুলাই শহীদদের নামে স্ট্রিট মেমরি স্থাপন করবে ডিএনসিসি Aug 18, 2025
img
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে Aug 18, 2025
আলো–ঝলমলে জীবনের অন্তরালের গল্পে রুনা খান! Aug 18, 2025
img
চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত Aug 18, 2025
আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: জাকের আলি Aug 18, 2025
‘ভারত-পাকিস্তান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয় নজর’ Aug 18, 2025
‘ইউক্রেনের ন্যাটোতে যোগদান, সেটা একেবারেই হবে না’ Aug 18, 2025
img
জাকসু নির্বাচন: প্রথম দিনেই ১৩২ মনোনয়ন সংগ্রহ Aug 18, 2025
ছাত্র সংসদ নির্বাচন: নির্ধারিত তফসিল অনুযায়ী জাবির মনোনয়নপত্র বিতরণ Aug 18, 2025
মাই টিভির মালিক সাথীকে ৫ দিনের রিমান্ডে নিল পুলিশ Aug 18, 2025
img
সিয়াম নয়, রাফীর ‘আন্ধার’ সিনেমার নায়ক চঞ্চল Aug 18, 2025
img
জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ Aug 18, 2025
img
বরগুনা পলিটেকনিকে পোড়ানো হলো শেখ মুজিব ও হাসিনাসংশ্লিষ্ট ৩ শতাধিক বই Aug 18, 2025
img
‘দ্য বেঙ্গল ফাইলস’-কে ঘিরে বিতর্কের ঝড়, নির্মাতার গ্রেপ্তারের দাবি তুললেন প্রযোজক Aug 18, 2025
img
স্লিম ফিগারের বাইরেও সৌন্দর্য আছে, বললেন দুরেফিশান Aug 18, 2025
img
পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই Aug 18, 2025
img
সিলেটের সাদাপাথর কাণ্ডে এবার কোম্পানীগঞ্জের ইউএনও বদলি Aug 18, 2025
img
পাক অভিনেত্রী হুমাইরার মৃত্যুতে নতুন মোড়, তদন্তে পুলিশ Aug 18, 2025