বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। তাই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাও আছে। এ অবস্থায় যুদ্ধপরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ করছেন বাজার সংশ্লিষ্টরা। এর প্রভাব হিসেবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত না হওয়া এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকার সম্ভাবনায় দাম এখনো কয়েক সপ্তাহের নিম্নমুখী পর্যায়ে রয়েছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৭ ডলার ৬০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছায় ৬৪ ডলার ৮০ সেন্টে। আগের দিন মঙ্গলবার ব্রেন্টের দাম ১০ জুনের পর সর্বনিম্ন ও ডব্লিউটিআইয়ের দাম ৫ জুনের পর সর্বনিম্ন স্তরে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় পাঁচ মাসে সর্বোচ্চে ।

১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়। এতে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। বাজারে তাৎক্ষণিক সরবরাহ ঝুঁকি কমে গেলেও বিনিয়োগকারীরা এখনো পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের বিশ্লেষকরা বলেছেন, ‘ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতি ফিরছে। আমাদের ধারণা, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ যথেষ্ট রয়েছে।’

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে আবারো উত্তেজনা বাড়তে পারে, বিশেষত হরমুজ প্রণালি ঘিরে। কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল এ পথেই পরিবাহিত হয়। যদিও এখন পর্যন্ত ইরান প্রণালিটি বন্ধ করেনি, যা কিছুটা স্বস্তির বিষয়।

এদিকে ট্রাম্প বলেন, ‘‌যুদ্ধবিরতির পর ইরান থেকে জ্বালানি তেল কিনতে পারবে চীন।’ তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, এমন কিছু বোঝাচ্ছে না। এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ করেনি বলেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

চলতি বছরে চীনের মোট জ্বালানি তেল আমদানির প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ এসেছে ইরান থেকে। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে এসেছে মাত্র ২ শতাংশ। চীনে যুক্তরাষ্ট্র তেকে জ্বালানি তেল আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চীন এখন ইরান থেকে জ্বালানি তেল কিনতে পারবে। আশা করি, তারা যুক্তরাষ্ট্র থেকেও পর্যাপ্ত জ্বালানি তেল কিনবে।’ এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল মজুদের পরিসংখ্যানের দিকেও নজর রাখছেন বাজার সংশ্লিষ্টরা।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যানুযায়ী, ২০ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ ৪২ লাখ ব্যারেল কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় কোনো অস্থিরতা না হলে জ্বালানি তেলের সরবরাহ ও চাহিদা প্রায় সমান থাকবে। তাই বাজারে জ্বালানি পণ্যটির মূল্যহ্রাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি টাকার আজকের মুদ্রা বিনিময় হার Oct 25, 2025
img
২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলেদের Oct 25, 2025
img
অশালীন কনটেন্ট নয়, পারিবারিক বিনোদনই পছন্দ রাজপালের Oct 25, 2025
img
মোবাইল নির্ভর সম্পর্ক এখন অস্থির ও অগভীর : আদিত্য রায় কাপুর Oct 25, 2025
img
সাফল্যের নেশায় নয়, মাটির কাছাকাছি থাকতে চান অনুপম রায় Oct 25, 2025
img
সৌদি সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা, যাবে প্রতিনিধি দল Oct 25, 2025
img
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ Oct 25, 2025
img
অস্ট্রেলিয়া ও ভারতের শেষ ওয়ানডে ম্যাচ আজ Oct 25, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম Oct 25, 2025
img
ইসকনকে নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল Oct 25, 2025
img
চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯১ নেতা-কর্মী Oct 25, 2025
img
টেস্ট অধিনায়ক শান মাসুদের হাতে নতুন দায়িত্ব দিল পিসিবি Oct 25, 2025
তিন তারকা এক নতুন মিশনে একজোট! Oct 25, 2025
আমির খানের বিরুদ্ধে অভিযোগ, ‘দাবাং’ নির্মাতার প্রতিক্রিয়া! Oct 25, 2025
ডনের হুমকি! ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সালমান শাহর মা Oct 25, 2025
img
বেস্ট ফ্রেন্ডকেই জীবনসঙ্গী করেছেন কোয়েল মল্লিক Oct 25, 2025
সৌম‍্যর প্রশংসায় মুখর সবাই, সতর্ক করলেন শবনম ফারিয়া! Oct 25, 2025
জীবন নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন পরীমনি! Oct 25, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-যুবসমাজের জন্য কাজ করবে: শামা ওবায়েদ Oct 25, 2025
ক্যারিয়ারের বিরতিতে যাচ্ছেন জাহ্নবী! Oct 25, 2025