প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এখন মবের আতঙ্ক রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে। তার প্রেস সচিব শফিকুল আলম যথেষ্ট। উনি এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন এই সুবাদে আমরা তাকে চিনতাম।’
‘আমাদের লোকাল টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসেবে শানশওকত থাকে মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। তিনি অনেকটা আইসোলেটেড এফপির মতো, এপির মতো বা বিদেশী বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকে, তার যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই।’
রনি বলেন, ‘আমাদের এই সমাজে কমবেশি সবসময় মব ছিল। স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে।
অনেক বিখ্যাত বিখ্যাত লোক। তবে প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু এবারই দেখলাম যে, এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে শফিকুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ড. মোহাম্মদ ইউনূসও এখন মব আতঙ্কে ভুগছেন। আপনি ভুগছেন, আমিও ভুগছি। প্রত্যেকটা মানুষ এই মবের আতঙ্কে রয়েছেন।’
কেএন/টিকে