প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়ে জুলাই ক্যাম্পে চমকের আভাস

প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করেছিল বাফুফে। গতকাল তিন দিনের ট্রায়াল শেষ হয়েছে বেশ উন্মাদনার মধ্য দিয়ে। আজ দুপুরে বাফুফে সেই ট্রায়াল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। 

জুলফিকার মাহমুদ মিন্টু বাদে অন্য সব বিচারকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সাইফুল বারী টিটু একাই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। ট্রায়াল শুরুর আগে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম যা বলেছিলেন আজ সংবাদ সম্মেলনে টেকনিক্যাল ডিরেক্টর টিটু সেটাই পুনরাবৃত্তি করেছেন।

তিনি বলেন, ‘এটা একটা লম্বা প্রক্রিয়া। যাদের বয়স মাত্র ১৮-১৯। তাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখব। সামনে আমাদের বয়স ভিত্তিক ক্যাম্পে কোচরা এই ট্রায়ালের তথ্য বিবেচনা করে প্রয়োজনীয় খেলোয়াড়দের দেখবেন।’

আজকের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে একই কথার পুনরাবৃত্তির মধ্যে সামান্য একটু আভাস মিলেছে,‘আমরা ট্রায়ালে আসা প্রত্যেক ফুটবলারকে নিবিড়ভাবে বিশ্লেষণ করব। আমরা চোখে দেখেছি, আবার ভিডিও করা হয়েছে। সেগুলো দেখা হবে। পাশাপাশি ওয়াই স্কাউট কালকের ম্যাচের রিপোর্ট দেব। আমাদের সামনে এএফসি অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। এখানে ট্রায়ালে আসা অনেকেরই বয়সসীমা নেই। এএফসি অ-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি জুলাই মাসের শেষ দিকে শুরু হবে। সেখানে হয়তো ফুটবলারদের দেখা যেতে পারে’-বলেন টিটু।

সদ্য সমাপ্ত ট্রায়ালে ৪৯ জনের মধ্যে ২৫ জনের বয়স উনিশের বেশি। এদের মধ্যে কয়েকজন ফুটবলার যুব এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার ফিফা উইন্ডোও রয়েছে। সিনিয়র জাতীয় দলের অনেক ফুটবলারের বয়স ২৩ এর কম। তাদের অ-২৩ দলের জন্য বিবেচনা না করলে আরও বেশি সংখ্যক ফুটবলার প্রয়োজন পড়বে। ফলে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত এক মাসের প্রাথমিক ক্যাম্পে ট্রায়ালে আসা একাধিক প্রবাসী ফুটবলার থাকতে পারেন। 



ট্রায়ালে আসা ফুটবলারদের অনেকে ইউরোপ, আমেরিকায় বিভিন্ন ক্লাবে খেলেন। বাংলাদেশের ক্লাবগুলোই বয়স ভিত্তিক দলের জন্য খেলোয়াড় ছাড়তে চায় না। সেখানে উন্নত বিশ্বের দেশের ক্লাবগুলো দীর্ঘ সময়ের জন্য খেলোয়াড় ছাড়ে কি না সেটাও দেখার বিষয়। ফুটবলার এবং অভিভাবকরা বাফুফের ফলাফলের আশায় রয়েছেন। কবে নাগাদ বাফুফে সংশ্লিষ্টদের বার্তা দেবেন সেটাই দেখার বিষয়। 

সাংবাদিকরা দুই-তিন জন খেলোয়াড় নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করে মতামত চাইলেও টিটু সরাসরি মন্তব্য করেননি। খেলোয়াড় নির্বাচন এবং জাতীয় দলের স্বার্থে কোয়ালিটির ক্ষেত্রে আপোসহীনতার বুলিই আওড়িয়েছেন টিটু,‘সবাই বাংলাদেশি। কোয়ালিটির বিচারেই দলে আসার ও খেলার সুযোগ পাবে। আমার নিবিড়ভাবে বিশ্লেষণ করব। একজনও যেন অবিচারের শিকার না হন। তারা সবাই আন্তরিকতা নিয়ে নিজেদের অর্থ ব্যয় করে এসেছেন। এজন্য পরিবারকে ধন্যবাদ জানাই আবারও।’ 

সাম্প্রতিক সময়ে প্রবাসী ও স্থানীয় ফুটবলার নিয়ে বেশ আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে সমর্থকরাও এ নিয়ে নানান মতামত ব্যক্ত করেন। প্রবাসী ট্রায়ালে সামাজিক মাধ্যমের চাপ টিটুরা নেননি বলে জানান,‘স্বাধীন দেশের নাগরিক। তাদের মতামত ব্যক্ত করার অধিকার অবশ্যই রয়েছে। এটা দারুণ, মিডিয়ার পাশাপাশি তারাও জবাবদিহিতা রাখছে। এতে চাপের কিছু নেই।’ 

বাফুফে প্রথমবারের মতো এই প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আয়োজন করেছে। এতে কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল। সামনের বছর আরও সাংগঠনিকভাবে করা সম্ভব বলে মনে করেন টেকনিক্যাল ডিরেক্টর।


ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025
আন্ডারওয়ার্ল্ডের ডাকে ছিলো, আমিরের স্পষ্ট জবাব Jul 01, 2025
img
অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কোনো ‘মনোমালিন্য’ নেই, জানালেন মিরাজ Jul 01, 2025
১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব Jul 01, 2025
গায়ের জোরে চাপা দেওয়া হয় পদ্মা সেতুর দুর্নীতি মামলা! Jul 01, 2025
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত: নূর Jul 01, 2025