চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার (২ জুলাই) দুপুরের দিকে পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভুলে গেলে চলবে না, এটা বীর চট্টলা। ইতিমধ্যে কক্সবাজার -চট্টগ্রাম -ঢাকা মহাসড়ক ব্লকেড।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে, ততক্ষণ আমাদের অবস্থান থাকবে।’
এদিকে চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ওসির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সকাল ১০টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। অন্যদিকে প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে বৈষম্যবিরোধী ছাত্ররা পটিয়ায় আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ ছাত্রলীগ নেতাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে, বাগবিতণ্ডার একপর্যায়ে ওসি জায়েদ নূরের নেতৃত্বে পুলিশ দুই দফায় ছাত্রদের ওপর লাঠিচার্জ করে।
এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার সকাল ১০টায় ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি আহ্বান করে।
এসএন