ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর মানুষকে ভোটাধিকার বঞ্চিত রেখেছিল। এখনও একটি মহল নির্বাচন বিলম্বিত কিংবা বানচাল করে দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এবার আর সেই সুযোগ কাউকে দেয়া হবে না, সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
বুধবার (২ জুন) ঢাকার ধামরাই উপজেলার গাংগুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভা স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকের পর কিছু দলের মাথা নষ্ট হয়ে গেছে। তারা উন্মাদের মতো কথা বলা শুরু করেছেন। মনে হচ্ছে, তারা কি যে হারিয়ে ফেলেছেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। যারা বলে গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি তারা আসলে বিভ্রান্তকারী। জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।
যাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, আনসার আলী, এনায়েত হোসেন, শহিদুর রহমান শহিদ, প্রভাষক আজাদ, ইবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
ইউটি/টিএ