পাঞ্জাবের ‘ক্যাটরিনা কাইফ’ নামে পরিচিত শেহনাজ গিল এখন তিলোত্তমা কলকাতায়। পাঞ্জাবি ও বাংলা চলচ্চিত্র জগতের নজর এখন এক নতুন সংযোগের দিকে। সেই সংযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেহনাজ গিল, গিপ্পি গ্রেওয়াল এবং টলিপাড়ার পরিচিত মুখ অলিভিয়া সরকার।
নতুন এই পাঞ্জাবি ছবির নাম ‘সিং বনাম কউর’। ছবিটি পাঞ্জাবি ভাষায় হলেও শুটিং হচ্ছে কলকাতায়। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নবনীত সিং। নায়ক গিপ্পি গ্রেওয়াল ও নায়িকা শেহনাজ গিল।
কলকাতায় সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শেহনাজ ও গিপ্পি। শেহনাজ ছিলেন হালকা গোলাপি টপ ও ধূসর জিন্সে, মুখে মাস্ক পরে একেবারে সাধারণ সাজেই নজর কাড়েন। গিপ্পি পরেছিলেন সবুজ রঙের টি-শার্ট।
তবে ছবির বড় চমক হচ্ছে—শেহনাজ গিলকে এই ছবির কিছু দৃশ্যে বাংলায় কথা বলতে দেখা যাবে। সেই বাংলা শেখানোর গুরুদায়িত্ব পেয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। অভিনয়ে না থাকলেও অলিভিয়া এই ছবিতে ভাষা পরামর্শদাতার ভূমিকা পালন করছেন। ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ নিজেই এই দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছে।
বাংলা শেখানোর জন্য টলিউড থেকে একজন প্রশিক্ষক নিযুক্ত করার ঘটনা চলচ্চিত্র জগতে খুবই বিরল। সেই কারণে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। গিপ্পি ও শেহনাজের জুটির রসায়ন আগেও দর্শকদের নজর কেড়েছিল। এবার সেই জুটি একেবারে নতুন প্রেক্ষাপটে কলকাতার পটভূমিতে নতুন করে ধরা দেবে।
ছবির শুটিং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গেছে। শেহনাজের বাংলা সংলাপের রিহার্সালও চলবে সমান্তরালে। ছবির মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৫ সালের শেষার্ধে প্রেক্ষাগৃহে আসতে পারে এই ছবি।
শেহনাজ গিলের জন্য এটি নিঃসন্দেহে এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ। বাংলা শেখা ও বলার সূক্ষ্ম পারফরম্যান্সের মধ্য দিয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। অন্যদিকে অলিভিয়া সরকারের জন্যও এটি অভিনয়ের বাইরে এক নতুন অবদান—যা ভবিষ্যতে ভাষা কোচিং জগতের নতুন দরজা খুলে দিতে পারে।
ইউটি/টিএ