খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন নিজেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকা দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সরাসরি আশার আলো দেখালেন। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি স্পষ্ট করলেন, ফিরছেন খুব শিগগিরই।

গতকাল বুধবার (২ জুলাই) আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান আশা প্রকাশ করে জানান, খুব শিগগিরই দেশে ফিরছেন। তারেক রহমানের এই বার্তায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।

নিজের বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন। তারেক বলেন, "বড় দল মানেই বড় দায়িত্ব, বেশি ত্যাগ। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই রাজপথে নেমেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করা হচ্ছে।"

তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করতে বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানেই দলের পথ খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দলের আত্মত্যাগ ও নমনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, "রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমরা বহু ছাড় দিয়েছি, অনেক বিষয়ে একমত না হয়েও গণতন্ত্রের স্বার্থে অগ্রসর হয়েছি, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ সুগম হয়।"

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তারেক রহমান বলেন, "জনগণের সঙ্গেই থাকুন। বিএনপির সকল শক্তির উৎসই জনগণ। আমাদের আদর্শ ও নীতি জনগণের কাছে নিয়ে যেতে হবে।"

তিনি আরও বলেন, "গণতন্ত্রে আমরা বিশ্বাস করি বলেই দলেও এর চর্চা বজায় রাখতে চাই। ভিন্নমতকে শ্রদ্ধা করি, শুনি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজি।"

এসময় দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, "কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা দলের ওপর পড়া উচিত নয়।

এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনগণের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা অনুসরণ করাই হবে বিএনপির মূল দায়িত্ব।"

তারেক রহমান শেষদিকে বলেন, "জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। যেন কেউ এই অধিকারকে হরণ বা ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করতে না পারে।"

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025
img
স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম ব্যবহার বাতিল Jul 03, 2025
img
শুটিং শেষ, নভেম্বরেই বড় পর্দায় আসছে ধানুশ-কৃতির ‘তেরে ইশক মেঁ’ Jul 03, 2025
img
জুলাই ও লড়াই এ দুটো শব্দ এখন সমার্থক : মাহফুজ আলম Jul 03, 2025
img
নতুন ত্রিকোণ প্রেমের গল্পে আয়ুষ্মান, সারা ও ওয়ামিকা Jul 03, 2025