‘দ্য রাজা সাব’ নিয়ে যখন তেলেগু সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ে খবরের শিরোনামে এক রোমাঞ্চকর মোড়—প্রভাসের বিপরীতে নাকি এবার দেখা যেতে পারে করিনা কাপুর খানকে। তবে গল্পে নয়, এক বিশেষ গানে। হ্যাঁ, শোনা যাচ্ছে, এই ছবির একটি জাঁকজমকপূর্ণ আইটেম গানে নাকি পারফর্ম করবেন বলিউডের গ্ল্যামার কুইন করিনা কাপুর। আর সেই খবরেই এখন সরগরম ইন্ডাস্ট্রি।
‘দ্য রাজা সাব’ পরিচালনা করছেন মারুথি। হরর, কমেডি ও বাণিজ্যিক উপাদানে ঠাসা এই ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। প্রভাসের ক্যারিশমা আর মারুথির পরিচালনায় এই ছবি হতে চলেছে এক বিনোদনে ভরা রাইড—এমনটাই বিশ্বাস করছেন ভক্তরা। আর এখন সেই উত্তেজনায় নতুন বারুদ ছড়াল করিনার সম্ভাব্য উপস্থিতি।
প্রথমে শোনা যাচ্ছিল, সিনেমার একটি আইটেম গানের জন্য একটি পুরনো ক্লাসিক হিন্দি গান রিমিক্স করা হবে। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে নির্মাতারা তৈরি করেছেন একেবারে নতুন একটি হাই-এনার্জি নম্বর। আর এই গানেই করিনাকে পারফর্ম করতে অনুরোধ জানানো হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। প্রাথমিকভাবে এই গানের প্রস্তাব নায়নতারাকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নাকি সময়ের অভাবে ফিরিয়ে দেন। এরপরেই করিনার দিকে ঝুঁকেছে প্রযোজকদের মন।
বলিউডে ‘ফেভিকল সে’ বা ‘চাম্মক ছালো’র মতো আইকনিক গানে দুর্দান্ত পারফর্ম করে দর্শকের মনে গেঁথে গেছেন করিনা। দীর্ঘদিন পর নতুন কোনও আইটেম গানে তাঁকে দেখা গেলে সেটা নিঃসন্দেহে হবে গ্ল্যামারাস কামব্যাক। যদি সত্যিই এই গানটি করেন, তবে এটি হবে তাঁর প্রথম তেলেগু সিনেমায় অংশগ্রহণ। তেলুগু সিনেমা জগতে বলিউড অভিনেত্রীদের আগমন নতুন নয়, তবে করিনার মতো তারকার উপস্থিতি ‘দ্য রাজা সাব’-এর গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।
শোনা যাচ্ছে, প্রযোজকেরা নাকি করিনাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও রাজি হয়েছেন। গানের কোরিওগ্রাফি, সেট ডিজাইন, কস্টিউম—সব কিছুতেই থাকছে বিশাল বাজেট ও আকর্ষণীয় চমক। এই গানটিই হতে পারে ছবির সবচেয়ে বড় আকর্ষণ।
ছবিটির পরবর্তী শুটিং শিডিউল শুরু হচ্ছে জুলাইতে। এরপরই গানের শুটিংয়ের সময় নির্ধারিত হবে। প্রভাস ও করিনাকে এক ফ্রেমে দেখা মানেই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগার মত অবস্থা—এই ব্যাপারে নিশ্চিত সিনেপ্রেমীরা।
তবে করিনা নিজে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। অফিসিয়াল কোনও ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রির ভিতরে কান পাতলেই শোনা যাচ্ছে—কেবল সময়ের অপেক্ষা, তারপরেই আসবে বড় চমক।
এসএন