ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল চাপা পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেল তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়ানগর এলাকায়। বর্তমানে তিনি মিরপুর ১০ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের শ্যালক শহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ক্যান্টিনের কাজ চলছিল। আমি আগে থেকেই এখানে কাজ করি। আজ আমার বোনজামাইকে প্রথমবারের মতো কাজ করতে নিয়ে এসেছিলাম। ক্যান্টিনের একটি দেয়াল ভাঙার সময় হঠাৎ সেটি চাপা পড়ে আমার দুলাভাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুলাভাই মিরপুরে দুই মেয়ে ও তিন ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন।
ইঞ্জিনিয়ার মালেককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।
এফপি/ টিএ