বলিউডে যেন বিতর্ক এখন নিত্যসঙ্গী পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের। ‘বর্ডার ২’–এর শুটিং সবে শুরু করেছেন, এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল বলিউডের প্রভাবশালী ফিল্মি সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’। সংগঠনের অন্যতম অভিভাবক এবং পরিচালক অশোক পণ্ডিত প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন— “ভবিষ্যতে যেন কোনও বলিউড ছবিতেই দিলজিৎকে নেওয়া না হয়।”
এই বিতর্কের শুরু হয়েছিল ‘সর্দারজি ৩’ ছবিতে দিলজিতের একাধিক পাকিস্তানি শিল্পীর সঙ্গে অভিনয়কে ঘিরে। তখনই চিত্রপট কামগর অঘোরী নামের একটি বিজেপিপন্থী সংগঠন দিলজিৎকে বয়কট করার ডাক দেয়। তারপর থেকেই তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে একাংশ, আর শুরু হয় একের পর এক চর্চা। কেউ বলেন, দেশাত্মবোধক ছবিতে পাক শিল্পীর সহঅভিনেতাকে রাখা অনুচিত। কেউ আবার সরাসরি দাবি তোলেন ‘বর্ডার ২’ থেকে দিলজিৎকে বাদ দেওয়ার।
তবে শেষমেশ এই ছবিতে তাঁর শুটিংয়ের ছাড়পত্র মিলেছে, তাও শুধু টি-সিরিজ কর্ণধার ভূষণ কুমারের ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে— এমনই দাবি করেছেন ফেডারেশনের সভাপতি বি এন তিওয়ারি। সেই ছাড়পত্রের পরেই বর্ডার ২-এর সেট থেকে একটি ভিডিও প্রকাশ করেন দিলজিৎ, যেখানে তাঁকে সেনা অফিসারের পোশাকে দেখা যায়। পাগড়ি পরিহিত অভিনেতা ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে হাতে স্ক্রিপ্ট নিয়ে প্রস্তুত হচ্ছেন দৃশ্যধারণের জন্য।
কিন্তু ফেডারেশন এখন চাইছে, এই ছাড় যেন এককালীনই থাকে। পরিচালক অশোক পণ্ডিত ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছেন, “এবার হয়তো ছাড় মিলেছে, কিন্তু ভবিষ্যতে যেন তাঁকে বলিউডে কোনও কাজ না দেওয়া হয়। কেউ দিলজিতের সঙ্গে কাজ করলে ফেডারেশন সেই প্রযোজক বা পরিচালকের সঙ্গে অসহযোগিতার পথ নেবে।”
অর্থাৎ দিলজিতের বলিউড যাত্রাপথ আরও কঠিন হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। যদিও এই মুহূর্তে ‘বর্ডার ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি, বিতর্ককে পাশে সরিয়ে পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন অভিনেতা। তবে ফেডারেশনের কড়া অবস্থানের পর বলিউডে তাঁর ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে পড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এফপি/ টিএ