‘প্রজাপতি ২’ সিনেমায় দেব-জ্যোতির্ময়ী জুটি, এল আনুষ্ঠানিক ঘোষণা
মোজো ডেস্ক 04:38PM, Jul 04, 2025
আনুষ্ঠানিক সিলমোহর পড়ল অবশেষে। টেলিভিশনের জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু এবার বড় পর্দায় আসছেন দেবের নায়িকা হয়ে। নতুন ছবি ‘প্রজাপতি ২’ নিয়ে টলিউডে জমে উঠেছে নতুন আলোচনার হাওয়া।
এর আগেই শোনা যাচ্ছিল এই জুটির গুঞ্জন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে খবরটা সত্যি হল। ছবির নায়ক দেব, পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সফল ত্রয়ী আবারও একসঙ্গে কাজ করছেন। ২০২১ সালের ‘টনিক’ থেকে ২০২৩ সালের ‘প্রধান’—প্রতি বছর শীতের ছুটিতে দর্শকদের মন জয় করেছেন তাঁরা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে আসছে ‘প্রজাপতি ২’।
প্রথমে শোনা গিয়েছিল, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন থাকবেন এই ছবিতে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি আর ভিসাজনিত জটিলতায় সেই পরিকল্পনা বাস্তব হয়নি। শেষমেশ ছোট পর্দা থেকে উঠে আসা জ্যোতির্ময়ীর হাতেই এল এই স্বপ্নের সুযোগ।
জুলাইয়ের প্রথম সপ্তাহেই কলকাতায় শুরু হচ্ছে শুটিং। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে লন্ডনেও হবে কিছু দৃশ্যধারণ। দেবের মতো তারকার সঙ্গে জ্যোতির্ময়ীর জুটি কেমন জমে, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। ছোটপর্দার পরিচিত মুখ বড়পর্দায় এসে কী জাদু দেখান, সেটাই দেখার অপেক্ষা।