বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। বচ্চনরা অবশ্য পারিবারিক বিষয় নিয়ে কখনও কোনও মন্তব্য করতে চাননি। বছর দুয়েক ধরে চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিবাহবিচ্ছেদের জল্পনা। এমনকি সহ-অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিনেতার পরকীয়ার খবরও কটে।
২০২৩ সালে শোনা যায়, বচ্চনবাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্যা। তার পর থেকে শুরু হয় বিবাহবিচ্ছেদের রটনা। সেই জল্পনায় জল ঢেলেছেন অভিষেক। যদিও কানাঘুষোয় শোনা যায় শাশুড়ি-ননদের সঙ্গে নাকি আদায়-কাঁচকলা সম্পর্ক ঐশ্বর্যার। সেই কারণে ঘর ছেড়েছেন তিনি।
এ বার অভিষেক জানিয়ে দিলেন, এই তথ্য একেবারেই অসত্য।
মাঝে শোনা গিয়েছিল, অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ ছেড়ে কাছাকাছি একটি ফ্ল্যাট কিনে স্ত্রী-মেয়েকে নিয়ে থাকছেন অভিষেক। কারণ অমিতাভ তার আর একটি বাড়ি ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন মেয়ে শ্বেতা নন্দর নামে। তার পরেই নাকি অশান্তির সূত্রপাত।
তবে সব জল্পনা মিথ্যে করেই অভিষেক জানান, তিনি সস্ত্রীক বাবা-মাকে সঙ্গেই থাকেন। একান্নবর্তী সংসারে থাকতে পছন্দ করেন তিনি। মা ও স্ত্রীকে একসঙ্গে নিয়ে থাকাটা বেশ মজার।
অভিষেক সাফ জানান, একা হয়ে যাওয়ার ভয় পান তিনি। অভিনেতার কথায়, “হঠাৎই কোনও বাড়ি নিস্তব্ধ হয়ে যাওয়াটা ভয়ঙ্কর। সকলে চলে গেলে বাড়িটা চুপচাপ হয়ে যায়। সেটা মোটেও ভাল বিষয় নয়। আমি একা হয়ে যেতে চাই না।’’
এমআর