ছিপছিপে শরীর আর আত্মবিশ্বাস—এই দুই মিলেই দেবলীনা কুমারের পরিচিতি। তবে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’ ছবির জন্য নিজের শরীরকে ভাঙতে-গড়তে এক অভিনব চ্যালেঞ্জ নিয়েছিলেন এই অভিনেত্রী।
চরিত্রের দাবিতে তাঁকে প্রায় চার কেজি ওজন বাড়াতে হয়েছিল, যা একাধারে শারীরিক এবং মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার মতোই।
যেখানে সামান্য ওজন বাড়লেই অনেকেই আতঙ্কে ভোগেন, সেখানে দেবলীনা নিজেই বদলে ফেলেছেন নিজের শরীরচর্চার রুটিন। কারণ তাঁর নিজের কথায়, শরীরচর্চা না করলে তাঁর মন খারাপ হয়। খাওয়া-দাওয়ার নিয়ন্ত্রণ বজায় রেখেও ধীরে ধীরে শারীরিক অনুশীলনের ধরন পাল্টে চরিত্র উপযোগী এক নতুন গড়ন তৈরি করেছিলেন তিনি।
‘রাস’-এ রাই চরিত্রটির গভীরতা ও মানসিক টান এতটাই প্রবল ছিল যে দেবলীনা নিজের দীর্ঘদিনের ছিপছিপে শরীরের প্রতি মমতাকেও সাময়িক বিসর্জন দিয়েছেন। চরিত্রের প্রতি এমন নিষ্ঠা সবসময় দেখা যায় না। এই একাগ্রতা ও সাহসই প্রমাণ করে, কেন দেবলীনা কেবল গ্ল্যামার নয়, চরিত্রকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষায়ও সাহসী।
তবে শুটিং চলাকালীন একবার হঠাৎ ওজন কমে যাওয়ায় শুনতে হয় বকুনি। শরীর নিয়ে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা যে কতটা কঠিন, তা অভিনেত্রী নিজেই বুঝেছেন বারবার। বর্তমানে তিনি কিছুটা কাজের বিরতিতে থাকলেও সামনে রয়েছে ‘রক্তবীজ ২’-এর ডাবিং, আর নভেম্বরে শুরু হচ্ছে নতুন ছবির শুটিং।
এই সময়ে যখন অভিনেত্রীরা গ্ল্যামারের সীমায় আবদ্ধ থাকতে বাধ্য হন, সেখানে দেবলীনার এমন চরিত্রকেন্দ্রিক শারীরিক প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তাঁর এই আত্মনিবেদনই তাঁকে আলাদা করে তুলছে অভিনয়ের ভিড়ে।
আরআর/টিএ