সাউথ ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস যেন এবার নিজের সিনেমা-ভবিষ্যতের পথ একটু ভিন্ন দিকে ঘোরাতে চলেছেন। ‘বাহুবলী’ বা ‘সালার’-এর মতো বিশাল পর্দার ক্যানভাসে অভ্যস্ত এই তারকা এবার মন দিচ্ছেন গল্পে, গভীরতায়, আবেগে। আর এই নতুন ছন্দবদলের সূচনা হয়েছে এক নিঃশব্দ, পোস্টারবিহীন, ঘোষণা ছাড়াই হয়ে যাওয়া এক গোপন মিটিং দিয়ে।
এই আলোচিত বৈঠকটি ঘটেছে ‘আমারান’ খ্যাত পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে। কবে, কোথায়- তা ঠিক জানা না গেলেও, টলিউড ও দক্ষিণ ভারতের শিল্প মহলে এই গুঞ্জন এখনই তুঙ্গে। বলা হচ্ছে, রাজকুমার নিজের হাতে লেখা একটি গল্প শোনান প্রভাসকে। শুনেই নাকি গল্পটিতে সম্মতি দেন ‘আদিপুরুষ’ তারকা। সূত্র বলছে, কনসেপ্ট এতটাই আবেগঘন ও জীবনের ছোঁয়ালাগা যে সঙ্গে সঙ্গে সবুজ সংকেত দেন প্রভাস।
এই প্রকল্পের বিশেষত্ব এখানেই- যেখানে মিলেছে দুটি বিপরীত ধারা। রাজকুমার যেভাবে বাস্তবতাকে গল্পে মেশান, আর প্রভাস যেভাবে অ্যাকশন-ফ্যান্টাসির রাজত্ব গড়েন, এই দুইয়ের সম্মিলনে হতে পারে এমন এক সিনেমা যা একসঙ্গে মন ছুঁয়ে যাবে এবং বড় পর্দার রাজকীয়তা বজায় রাখবে। এখানে থাকবে না অতিরিক্ত ভিএফএক্সের ঝড়, বরং থাকবে মনের গভীরতা ছোঁয়া এক চলচ্চিত্রীয় অভিজ্ঞতা।
তবে আপাতত এই স্বপ্ন যাত্রার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- সময়। একদিকে প্রভাসের হাতে রয়েছে ‘দ্য রাজা সাব’ (মুক্তি: ডিসেম্বর ২০২৫), ‘ফৌজি’, ‘সালার ২’ ও ‘স্পিরিট’-এর মতো একের পর এক প্রজেক্ট। অন্যদিকে রাজকুমার ব্যস্ত ধানুশের সঙ্গে আরেকটি কাজ নিয়ে। ফলে গল্পে মত মিললেও শিডিউলের ছন্দ মেলানো আপাতত কঠিন।
এখনও নেই কোনো ঘোষণা, নেই শিরোনাম বা টিজার, এমনকি শুরু হয়নি শুটিংও। তবুও শুধুমাত্র এক নিঃশব্দ মিটিং থেকেই এই জুটিকে ঘিরে দর্শকমহলে দোলা দিয়েছে প্রবল প্রত্যাশা। কারণ এই যুগল হয়তো এমন এক পথ দেখাতে চলেছে, যেখানে সিনেমার ভাষা বদলাবে- শব্দ নয়, গল্প দিয়ে; প্রভাব নয়, অনুভব দিয়ে।
যেখানে বড় তারকারা নিজেদের আকাশচুম্বী ইমেজ ধরে রাখতে হাঁটেন চেনা পথে, সেখানে প্রভাসের এই নিরীক্ষামূলক উদ্যোগই হয়তো প্রমাণ করবে, অভিনয়ের আসল রাজা কে।
কেএন/টিএ