পাশে থাকা অন্য এক যাত্রীর ফোনে আড়ি পাতার পর এক নারী বোমা হামলার হুমকির কথা জানালে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়। পিপলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে ডালাসের উদ্দেশে এ সপ্তাহের শুরুতে যাত্রা করা ফ্লাইটটি উড্ডয়নের মাত্র আধা ঘণ্টা পর ইসলা ভার্দে অবতরণ করতে বাধ্য হয়।
পুয়ের্তো রিকোর বিস্ফোরক ও জননিরাপত্তা দপ্তরের তথ্য অনুযায়ী, ওই নারী দেখে যে তার পাশের যাত্রী ‘আরআইপি’ (রেস্ট ইন পিস) লেখা একটি বার্তা পেয়েছেন। এটিকে তিনি ফ্লাইটের জন্য ঝুঁকিপূর্ণ ভেবেছিলেন।
পরে তিনি বিষয়টি কেবিন ক্রুকে জানালে ককপিটে থাকা পাইলটকে অবহিত করা হয়। এরপর জরুরি সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী ফ্লাইটটিকে অবতরণ করানো হয়। অবতরণের পর বার্তা পাওয়া যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এর আগের দিন তার আত্মীয় মারা যাওয়ায় তিনি ডালাসে যাচ্ছিলেন।
১৯৩ জন যাত্রীবাহী বিমানটি স্থানীয় সময় সকাল ১০টায় পুনরায় উড্ডয়ন করে।
আমেরিকান এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেন, ‘সান জুয়ান থেকে ডালাস ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-১৮৪৭ নিরাপত্তাজনিত কারণে যাত্রার কিছুক্ষণ পরই সান জুয়ানে ফিরে আসে ও নিরাপদে অবতরণ করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরিদর্শন করে বিমানটিকে পুনরায় যাত্রার জন্য অনুমতি দেয়। নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অসুবিধার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি।’
অন্যদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবহারকারীরা। নিরীহ একটি মেসেজকে ভুলভাবে উপস্থাপন করায় তারা ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এফপি/ টিকে