বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আওয়ামী আমলে তারা চরম নিগৃহীত ও অবজ্ঞার শিকার হয়েছে। আওয়ামী দাপটে স্থানীয় সরকার কাজ করতে পরে নাই। সর্বত্র ছিল দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ।
শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স। এতে উপজেলার ১২ ইউনিয়নের পুরুষ ও নারী ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে। প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় জনগণের কল্যাণে কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি করবে।
তিনি বলেন, আওয়ামী নেতাকর্মীরা স্থানীয় সরকারকে কুক্ষিগত ও জবর দখল করে এসব প্রতিষ্ঠানকে দুর্নীতি-লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। প্রশাসন সেখানে স্বাক্ষী গোপাল ছিল।
তিনি আরও বলেন, বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়। জনগণের গণতন্ত্রের মূল ভিত্তি স্থানীয় সরকারকে অবজ্ঞা, অবহেলায় রাখলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিএনপি ইউপি সদস্যদের তাদের দায়ীত্ব পালনের অধিকার ফিরিয়ে দেবে। তিনি দুঃখ-বেদনা ভুলে ইউপি সদস্যদের দায়ীত্ব পালনে মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বারস এসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলামের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএন/টিকে