অষ্টম মিনিটেই দ্বীন ইসলামের গোলে শ্রীলঙ্কার জালে প্রথম বল ঢুকায় বাংলাদেশ। সেখান থেকেই শুরু হয় গোল উৎসব। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
শনিবার চীনের দাঝুতে অনুষ্ঠিত পুল-এ’র দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের দল।
টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে এই দাপুটে জয়ে হ্যাটট্রিক করেন দুই তরুণ—মোহাম্মদ আব্দুল্লাহ (৪ গোল) ও ইসমাইল হোসেন। এছাড়া দ্বীন ইসলাম ও সাজেদুল সাজেদ করেন দুটি করে গোল।
একটি করে গোলের দেখা পান মোহাম্মদ মেহেদী ও বিশাল আহমেদ।
প্রথম কোয়ার্টারেই তিন গোল করে ম্যাচে দারুণভাবে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহর জোড়া গোলের সঙ্গে তাল মিলিয়ে গোল করেন দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেন। এরপর তৃতীয় কোয়ার্টারে খানিকটা প্রতিরোধ গড়লেও শ্রীলঙ্কা ঠেকাতে পারেনি আরো একটি গোল।
তবে শেষ কোয়ার্টারে ফের চাপে পড়ে চার গোল হজম করে তারা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। রবিবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে তারা। চীনও নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ ব্যবধানে হারিয়েছিল। ফলে সেই ম্যাচ হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।
এমআর/টিকে