চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। হঠাৎই ক্যারিয়ারের পুরনো স্মৃতি মনে করে আবেগী হয়ে উঠেছেন অভিনেত্রী।
শুক্রবার (৪ জুলাই) সহ অভিনেতা বাপ্পীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন মিষ্টি।
আপলোড করা ছবিতে হলুদ রংয়ের একটি শাড়ি পড়েছেন অভিনেত্রী। অন্যদিকে বাপ্পীও পরেছেন হলুদ রংয়ের একটি শার্ট। সঙ্গে পরেছেন বিস্কিট রংয়ের কোর্ট ও প্যান্ট।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, প্রথম সিনেমা। প্রথম বার অভিনয় করা।
স্ট্যাটাসের পর নেটিজেনরা মন্তব্যের ঘরে জানাতে শুরু করেন নিজেদের মতামত। একজন লেখেন, অসাধারণ সুন্দর লাগছে আপনাদের।আরেকজন লেখেন, লাভ স্টেশন অনেক প্রিয় একটা মুভি, এর গানগুলোও সুন্দর।
অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক ভক্ত লেখেন, আপু আপনি আগেও তো অনেক সুন্দর ছিলেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পী চৌধুরী। বর্তমানে বিগ বাজেটের দুটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। কাজ চলছে একটি ওয়েব ফিল্মেরও। যেখানে একজন সাইকো কিলার হিসেবে পর্দায় ধরা দেবেন মিষ্টি জান্নাত।
অন্যদিকে ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে রুপালি পর্দায় জগতে পা রাখেন বাপ্পী। তার অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রং’। প্রথম এ সিনেমা দিয়েই মানুষের মন জয় করতে পেরেছিলেন এ অভিনেতা।
এমআর/টিকে