২০২৫ সালের স্বাধীনতা দিবসে বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় সংঘর্ষ। মুখোমুখি হতে চলেছে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ এবং রজনীকান্ত ও আমির খান অভিনীত ‘কুলি’। কিন্তু এই লড়াই কেবল বক্স অফিস দখলের নয়, বরং এর কেন্দ্রে রয়েছে দেশের ৩৩টি আইম্যাক্স স্ক্রিন নিয়ে দখলদারিত্বের যুদ্ধ।
ইয়াশ রাজ ফিল্মস ইতোমধ্যেই দেশের সমস্ত আইম্যাক্স স্ক্রিন আগাম বুকিংয়ের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে নিয়েছে ‘ওয়ার ২’-এর জন্য। জানা যাচ্ছে, সিনেমাটি আইম্যাক্সে মুক্তির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এই ফরম্যাটেই বড়সড় প্রভাব ফেলতে চায় নির্মাতারা। আয়ান মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমা YRF স্পাই ইউনিভার্স-এর নতুন অধ্যায়, যেখানে রয়েছে বিশ্বমানের অ্যাকশন ও প্রযুক্তিগত উৎকর্ষ।
এই একাধিকার দেখে চুপ করে থাকেনি ‘কুলি’-র টিম। পরিচালক লোকেশ কানাগারাজ, সুপারস্টার রজনীকান্ত ও আমির খানের এই যৌথ প্রকল্পটিও নির্মিত হয়েছে আইম্যাক্স উপযোগী করে। সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের চরিত্র প্রকাশ করা একটি পোস্টার, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, “১৪ আগস্ট আইম্যাক্স-এ মুক্তি পাচ্ছে”। এই ঘোষণার মাধ্যমে কুলি-এর পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, 'ওয়ার ২' একাই আইম্যাক্স স্ক্রিন পাবে না।
সূত্র জানাচ্ছে, ‘কুলি’র নির্মাতারা অন্তত ১২টি আইম্যাক্স স্ক্রিন পাওয়ার দাবি করেছিলেন, যাতে দক্ষিণ ভারতে সিনেমাটির প্রভাব বিস্তার করা যায়। তবে ইয়াশ রাজ ফিল্মস তাদের অনড় অবস্থানে থেকে কোনও স্ক্রিন ছাড়তে নারাজ। ফলে এই পর্দার লড়াই এখন বাস্তবেও রূপ নিয়েছে স্ক্রিন-যুদ্ধ-এ।
চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞদের মতে, এই সংঘর্ষ শুধুমাত্র দুই সিনেমার মধ্যে নয়, বরং এটি একটি প্রভাব ও আধিপত্যের লড়াই। ‘কুলি’ যেখানে দক্ষিণ ভারতীয় দর্শকদের আবেগ ও ম্যাস অ্যাপিলকে সামনে আনছে, সেখানে ‘ওয়ার ২’ রীতিমতো এক ভিজ্যুয়াল স্পেকট্যাকল, যেটি দেশের প্রেক্ষাগৃহে আধিপত্য বিস্তার করতে চায়।
IMAX ফরম্যাটেই নির্ধারিত হতে পারে প্রাথমিক বক্স অফিস ফলাফল
দুই ছবিই ২-ডি এবং আইম্যাক্স ২-ডি ফরম্যাটে মুক্তি পাচ্ছে। তবে অধিক সংখ্যক আইম্যাক্স স্ক্রিন যার দখলে থাকবে, শুরুতেই সেই সিনেমা প্রভাব ফেলবে ব্যবসায়িকভাবে। কারণ আজকের দিনে IMAX ফরম্যাট মানেই বড় বাজেটের ছবি, বড় অভিজ্ঞতা এবং সেই সঙ্গে বড় টিকিটের দাম।
এই লড়াই কেবল ‘কুলি বনাম ওয়ার ২’ নয়, বরং রজনীকান্ত-আমির বনাম হৃত্বিক-এনটিআর, ম্যাস বনাম স্পেকট্যাকল, এবং বণ্টন বনাম একাধিকার-এর লড়াই। ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে দর্শকরাই চূড়ান্ত রায় দেবেন , কে জিতবে এই আইম্যাক্সের যুদ্ধ?
এমআর/টিকে