গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৬৪ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার (২৯ জুন) আরও অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তিন শিশুসহ ৯ জন রয়েছে।

গাজার হাসপাতালগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৯ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কার্যক্রম গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি কেন্দ্রের কাছাকাছি জায়গায় মারা গেছেন। খবর আল জাজিরার।

ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এসব কেন্দ্রের সংলগ্ন এলাকায় অন্তত ৭৪৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এত বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে যে তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে গাজার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজা সিটি, খান ইউনিস ও আল-নুসেইরাত শিবিরসহ সমগ্র গাজা এলাকাতেই হামলা চালিয়েছে।

এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়ারি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া গাজা সিটির যেতুইনে আল-সাফি স্কুলে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আহত হন অনেকে।

এদিন গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে রাফা শহরের উত্তর অংশে জিএইচএফের একটি কেন্দ্রের পাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন শিশুসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত ও এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন।

এদিকে, গাজায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন দফায় হামলা চালায় ইসরায়েল। এর আগে ১৯ জানুয়ারি শুরু হওয়া এ যুদ্ধবিরতি চুক্তিতে তিনটি ধাপ ঠিক করা হলেও তার প্রথম ধাপ পার করতে পারেনি। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি, ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি ও গাজায় জিম্মিদের উভয়ে উভয়কে ফিরিয়ে দেওয়া এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়গুলো রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশেষ দিনের জন্য সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম: সুনেরাহ বিনতে কামাল Jul 06, 2025
img
ভারতে হঠাৎ বন্ধ হয়ে গেল বার্তাসংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট Jul 06, 2025
img
মবে জড়িতরা যতই শক্তিশালী হোক খুঁজে আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 06, 2025
img
বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা, দেখা মিলল রাজামৌলির সেটে Jul 06, 2025
আসছে ২ হাজার গুণ কম খরচে ২ শ গুণ বেশি গতির কোয়ান্টাম কম্পিউটার Jul 06, 2025
img
সন্তান আছে প্রমাণ দিতে পারলে ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন তানজিন তিশা Jul 06, 2025
বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে শ্রমিক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ Jul 06, 2025
ইসলামের নামে অধর্ম, হিংস রাজনীতি কায়েম হয়েছে Jul 06, 2025
img
সহানুভূতির এক অনন্য নজির স্থাপন করলেন বাহুবলি তারকা Jul 06, 2025
img
যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে ডিপ্লোমা চিকিৎসকরা Jul 06, 2025
img
দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না, ক্ষোভ শ্রীলেখার Jul 06, 2025
img
নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি Jul 06, 2025
img
আমরা শহীদদের পরিবারের চোখের জল মুছে দিতে চাই : উপদেষ্টা শারমীন Jul 06, 2025
img
ট্রাম্পের সঙ্গে আলোচনা আগের চেয়ে বেশি ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি Jul 06, 2025
img
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার Jul 06, 2025
img
ছোটবেলায় কারিনাকে ‘গোপনে বিয়ে’ করেছিলেন রণবীর! Jul 06, 2025
img
গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব! Jul 06, 2025
img
আজ ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবস Jul 06, 2025
img
আমরা দেশ ও জনমানুষের স্বার্থে রাজনীতি করতে চাই: আখতার হোসেন Jul 06, 2025
img
ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করছে তিন মেগা প্রজেক্ট Jul 06, 2025