অভিনয়ে অভিষেক হচ্ছে দক্ষিণের শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপতির ছেলে সূর্য সেতুপাতির। তবে অভিনয়ে পদার্পণের আগেই বিতর্কের মুখোমুখি হয়েছেন এ তারকাপুত্র। সম্প্রতি তার আসন্ন সিনেমার এক প্রিমিয়ারে চুইংগাম চাবাতে দেখা গেছে তাকে। ভক্তদের সঙ্গে কথা বলার সময় বাবলগাম চাবাচ্ছিলেন বিজয়পুত্র সূর্য।
তার এ আচরণকে অনেকেই অহংকারপূর্ণ ও অবমাননাকর আচরণ হিসেবে বর্ণনা করেছেন। কেউ কেউ আবার বাবার কাছ থেকে সুবিধা পাওয়া (নেপোটিজম) নিয়েও কটাক্ষ করেছেন।
সূর্যের আচরণের এই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তে তা ভাইরাল হয়ে যায়। অভিযোগ রয়েছে, বিজয় সেতুপাতি ছেলের সেই ভিডিও মুছে ফেলতে অনেককেই অনুরোধ করেছেন।
এমনকি সেই ভিডিও সরাতে চাপও দিয়েছেন কাউকে কাউকে। এসব অভিযোগের মধ্যেই এবার মুখ খুললেন বিজয় সেতুপাতি। ‘ফিনিক্স’-এর প্রিমিয়ারে হাজির হয়ে তিনি এই বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান।
সিনেমাটির প্রিমিয়ারে বিজয় সেতপাতি সিনেমার নির্মাতা দল এবং উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও সরিয়ে নেওয়ার জন্য তিনি নাকি অনেকের ওপর চাপ সৃষ্টি করেছেন—এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বক্তব্য দেন।
গণমাধ্যমে বিজয় বলেন, ‘এমন কিছু হয়ে থাকলে, সেটা হয়তো অজান্তে হয়েছে কিংবা অন্য কেউ করেছে। কারো যদি এতে কষ্ট লেগে থাকে বা কেউ ভুল বুঝে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিমিয়ারের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি তার ছেলেকে জড়িয়ে ধরেছেন এবং গণমাধ্যমের সামনে করমর্দন করছেন। পাশাপাশি, তিনি সিনেমাটির পরিচালক অনল আরাসুকেও অভিনন্দন জানান।
‘ফিনিক্স’ একজন তরুণ কুস্তিগিরের গল্প নিয়ে তৈরি, যেখানে দেখানো হয়েছে ক্ষমতালোভী লোকদের বিরুদ্ধে তার সংগ্রাম। ক্রীড়া ও অ্যাকশনধর্মী এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনাক্ষত্রা, জে. বিজয়েশ, সম্পথ রাজ, দেবদর্শিনী প্রমুখ। এটি পরিচালনা করেছেন অনল আরাসু এবং প্রযোজনা করেছেন রাজলক্ষ্মী অনল আরাসু। ৪ জুলাই মুক্তি পেয়েছে ‘ফিনিক্স’।