সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করে।
রোববার( ৬ জুলাই) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা উপজেলার ৪ নং লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া গ্রামের গোয়াইনঘাট নদী পথে চাঁদাবাজি করতেন।
গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার মাটিকাপা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ইমন, লেংগুড়া গ্রামের জিহাদ উল্লাহর ছেলে কুদরত উল্লাহ, মাহমুদ আলীর ছেলে তোফায়েল আহমদ, জমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন, তাহির আলীর ছেলে সুলেমান, আ. ছালামের ছেলে রহিম উদ্দিন।
জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালু নিয়ে যাওয়ার পথে লেংগুড়া গ্রামের ফয়সাল আহমেদের ছেলে আজমল হোসেনের (২৬) নেতৃত্বে সক্রিয় একটি চাঁদাবাজ চক্র অবৈধভাবে বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড আটক করে রাখে। এ নিয়ে ইজারাদাররা আজমলের সাথে বিষয়টি নিরসনের জন্য বসলেও কোনো সুরাহ হয়নি। এদিকে সুরাহ না পেয়ে প্রতিবাদে নৌ শ্রমিকরা চাঁদাবাজি বন্ধের দাবিতে শনিবার গোয়াইনঘাট থানার সামনে বিক্ষোভ করেন।
পরে আজ কয়েক ঘণ্টাব্যাপি অভিযানে আজমল পালিয়ে গেলেও তার সহযোগী ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানকারী দল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌপথে বালু বোঝাই বাল্কহেড আটকে রাখায় এবং এ ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নৌ পথে চাঁদাবাজির সাথে অপরাপরদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, নদী পথে বালুবাহী বাল্কহেড অবৈধভাবে আটকের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশ. নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এফপি/ টিএ