কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলার কারণে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প এ মন্তব্য করেন।
দোহায় ইসরাইলের হামলা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলবে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
আশা করি এটি এতে মোটেও প্রভাব ফেলবে না। আমরা (ইসরাইলি) জিম্মিদের মুক্তি চাই এবং আমরা তাদের শিগগিরই মুক্তি চাই। আশা করি এটি ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।
তবে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টায় জড়িত একজন আরব কূটনীতিক টাইমস অব ইসরাইলকে বলেন, দোহায় ইসরাইলের হামলার পর থেকে সবমধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছে হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি বুদ্ধিমানের কাজ ছিল না। একই সঙ্গে তিনি এই হামলার কথা শুনে ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান।
জবাবে নেতানিয়াহু বলেছেন, হামলা চালানোর জন্য তাদের খুব কম সময় ছিল এবং তারা সুযোগটি কাজে লাগিয়েছেন।
দোহায় ইসরাইলের হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়াসহ বিশ্বের বহু দেশ হামলার নিন্দা জানিয়েছে। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্বও।
এদিকে ইসরাইলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমকে/এসএন