চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
রবিবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউং-এর সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই সংবাদ নিশ্চিত করেন।
বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হাসান ওরফে জিএস স্বপন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
বিজ্ঞপ্তিতে চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য এই ৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বলা হয়েছে।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিও গণমাধ্যমকে ৪ নেতা বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন।
এফপি/ টিএ