দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে সুকুমার রায় (৪৫)নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়।
নিহত সুকুমার রায় রংপুর সদর উপজেলার সাতগাড়া গ্রামের জনবী মহন্তের ছেলে। আহতরা হলেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাচপীর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে একরামুল হক (৬২), একই এলাকার ইমান আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পঞ্চগড় সদর উপজেলার শহীদুল ইসলামের মেয়ে মোছা. শারমিন (২৯), সদর উপজেলার রবিউল ইসলামের ছেলে মিরাজ (২১), আটোয়ারী উপজেলার বকুল চন্দ্রের স্ত্রী রিনা রানী (৪৫), পঞ্চপুকুরিয়া গ্রামের লেবু মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৫৫), আইবুল হকের ছেলে শহীদুল ইসলাম(৩৩), ঠাকুরগাঁও সদর উপজেলা এনামুল হকের স্ত্রী ছকিনা (৫০), একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আজিজুল ইসলামের স্ত্রী সোনাভান (৫৫), ঠাকুরগাঁও জেলার বড়গ্রাম এলাকার মমতাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৩৭), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিজেন্দ্রনাথের ছেলে কৃষ্ণ রায় (৩৩)। এদের মধ্যে মেহেদী হাসান ও সোনাভানকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী ঠাকুরগাঁও জেলার নারগুন ইউনিয়নের বাসিন্দা মো. এনামুল হক জানান, পঞ্চগড় হতে রংপুর যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। পথে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের হেলপার মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, আহতদের বেশির ভাগই আশঙ্কাজনক। এদের মধ্যে ২ জন গুরুতর আহতকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ইউটি/এসএন